যারা এসইও নিয়ে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে চান তাদের জন্য

SEO

যারা এসইও নিয়ে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে চান তাদের জন্য আজকের এই পোস্টটি। এসইও এর কাজ করা যায় এরকম কিছু মার্কেটপ্লেস এর লিস্ট দেওয়া হল।

রা এসইও নিয়ে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে চান তাদের জন্য আজকের এই পোস্টটি। এসইও এর কাজ করা যায় এরকম কিছু মার্কেটপ্লেস এর লিস্ট দেওয়া হল।
১। ওডেস্ক – www.odesk.com
২। ফ্রীল্যান্সার – www.freelancer.com
৩। ইল্যান্স – www.elance.com
৪। গুরু – www.guru.com
৫। পিপলপারআওয়ার – www.peopleperhour.com
৬। ফিভার – www.fiverr.com/
৭। এসইও জার – www.seozaar.com/browse/
৮।বান্ডেল এসইও – www.bundleseo.com/marketplace/
৯।এইচপি ব্যাকলিঙ্ক – www.hpbacklinks.com/
১০।মন্সটার ব্যাকলিঙ্ক – www.monsterbacklinks.com/
১১।এসইও মার্টস – www.seomarts.com
১২।গিগ ক্লার্ক – www.gigclerk.com/
১৩।বাইসেল এসইও – www.buysellseo.com/
১৪।এসইও চেকআউট – www.seocheckout.com/
১৫।দি এসইও মার্কেটপ্লেস – www.theseomarketplace.com
১৬।ফিভার এসইও – /www.fiverseo.com/

এসইও বিষয়ক পূর্ণাংগ সিলেবাস এবং প্রতিটি শিখার জন্য প্রয়োজনীয় লিংক

 

এসইও বিষয়ক পূর্ণাংগ সিলেবাস এবং প্রতিটি শিখার জন্য প্রয়োজনীয় লিংক

 

seo syllabus

 

যারা এসইও নিয়ে কাজ করেন, তাদের জন্য অনলাইন থেকে শিখার জন্য সিরিয়াল অনুযায়ি একটা সিলেবাস তৈরি করে সেগুলো শিখার ভাল লিংকগুলো কালেকশন করেছি আজকে সারাদিন। যারা এসইও শিখেছেন, এসইও নিয়ে কাজ করছেন, তাদের জন্য ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য এটা সুবিধা হবে আশা করি। আমার নিজেরও সংগ্র্রহে রাখার জন্য নিজের নোটে লিখে রাখলাম।
1)     Rankingfactor:  http://positionly.com/blog/seo/google-ranking-factors
http://moz.com/blog/the-myth-of-googles-200-ranking-factors
2)      SEOTerms: http://blog.hubspot.com/blog/tabid/6307/bid/6080/40-Essential-SEO-Terms-Marketers-Should-Know-Glossary.aspx

3)     Keywordresearch: http://www.bruceclay.com/blog/how-to-do-keyword-research/
http://www.seonick.net/keyword-research/
4)     Competitoranalyse: http://www.forbes.com/sites/jaysondemers/2014/09/15/how-to-perform-competitive-analysis-for-an-seo-campaign/
5)     DomainName select: http://blog.hubspot.com/insiders/how-to-pick-a-domain-extension
6) On page seo:
https://www.reliablesoft.net/5-on-page-seo-techniques-thatll-boost-your-rankings-checklist-included/
7) SEO Audit Check list: a) https://www.reliablesoft.net/how-to-perform-a-seo-audit-of-your-web-site-checklist-included/
b) http://www.clickminded.com/seo-checklist/
8)  Googlewebmaster tools: http://searchenginewatch.com/sew/how-to/2273660/how-to-use-google-webmaster-tools-to-maximize-your-seo-campaign
9)  GoogleAnalytics: http://www.wpbeginner.com/beginners-guide/beginners-guide-how-to-use-google-analytics-for-your-wordpress-site/
10)  Articlewriting: http://www.forbes.com/sites/cherylsnappconner/2014/03/03/the-seductive-writing-tips-that-leave-readers-begging-for-more/
11)  ContentMarketing: http://blog.getresponse.com/14-actionable-content-marketing-tips-small-businesses.html
12)  Guestblogging: http://www.copyblogger.com/safe-guest-blogging/
13)  Facebook:  http://positionly.com/blog/social-media/
14)  Linkdin: http://positionly.com/blog/social-media/linkedin-marketing
15)  Twitter:http://positionly.com/blog/social-media/twitter-marketing
16)  Reddit:http://positionly.com/blog/social-media/marketing-reddit
17)  Pinterest:http://positionly.com/blog/social-media/5-incredibly-productive-pinterest-marketing-tactics
18)  Googleplus: http://positionly.com/blog/social-media/google-plus-marketing
http://positionly.com/blog/post/53846700382/5-ways-google-plus-impacts-your-seo-strategy
19)  SocialMedia: http://positionly.com/blog/social-media/what-is-social-marketing
20)  ForumPosting: a) http://www.webmasterseye.com/forum-posting-tips-tricks-for-seo-traffic/
b) mistakes at forum posting: http://www.carriedils.com/support-forum-posting-tips/
21) Blog commenting: http://amylynnandrews.com/commenting-tips/
22) Video Marketing: a) http://www.hallme.com/blog/8-tips-video-seo-video-marketing-strategy/
b)  https://blog.shareaholic.com/video-marketing-seo-results/
23)  Negetive SEO: a) https://econsultancy.com/blog/65932-what-is-negative-seo-and-how-can-you-protect-your-website/
b) https://blog.kissmetrics.com/spammers-and-negative-seo/
24) Link building at2015: http://www.bloggingwizard.com/link-building-in-2015/
25) Techniques ToSafely Get Links In 2015
            http://searchengineland.com/5-techniques-to-safely-get-links-in-2015-212921
26) Tools for seo:http://moz.com/blog/100-free-seo-tools
27)  Successful content marketing strategy &planning:  
a) http://blog.hubspot.com/marketing/content-marketing-blueprint-ht
b) http://moz.com/blog/the-ultimate-guide-to-content-planning
28) Branding planningfor corporate farm:
       http://www.hingemarketing.com/blog/story/a_10_step_brand_development_strategy_for_your_professional_services_firm
29)  Online marketing plan: a) http://mulley.ie/marketingplan/
b) http://webyogi.co.uk/how-to-write-digital-internet-marketing-plan-2015/
30) PersonalBranding: http://www.steamfeed.com/highly-effective-ways-build-online-personal-brand/
31) Successful blogprocess: http://www.theminimalists.com/blog/

 

অন পেইজ এসইও এনালাইজ করার একটি টুলস

একটি অন পেইজ এসইও এনালাইজ করার অনলাইন টুলস:

Varvy tools

 

   https://varvy.com/tools/  ইহা একটি অন পেইজ এসইও এনালাইজ করার অনলাইন টুলস, অনেক ভাল লাগিল তাই শেয়ার মারিলাম। আশা করি যাহাদের ওয়েবসাইট রহিয়াছে তাহাদের অশেষ উপকার হইলেও হইতে পারে বলিয়া মনে হইতেছে। উপকার না হইলেও অপকার হইবার চান্স নাই বলিয়া জানিয়া রাখিলাম। কিছু বলিবার চাহিলে নিচের কমেন্টে বলিবার অনুরোধ রহিল। আমি এফিলিয়েট জানি না, এফিলিয়েট ছাত্র বলা চলে, তাই বেশী কিছু জিজ্ঞাসা করিয়া লজ্জাই ফেলিবেন না। তবে কিছু জানিবার চাইলে ফিরিয়া দেব না, নিশ্চয়তা রহিল আমার তরফ থেকিয়া। ইহা ছাড়া এই (https://varvy.com/pagespeed/) টুলস দিয়া সাইটের স্পিড টেস্ট করিয়া লইতে পারিবেন এবং সমস্যার সাজেশন পাইবেন।

permalink-কি-কেন-SEO-এর-জন্য-permalink-গুরুত্বপূর্ণ?

permalink 

Permalink কিঃ

যখন কোনো একটি সাইট এর পোস্ট আমরা ভিজিট করি তখন আমাদের browser এর এড্রেস বারে মূল সাইট এর এড্রেস এর সাথে পোস্ট টাইটেল এর কিছু অংস শো করে এটাই মূলত permalink |

কেন SEO এর জন্য permalink গুরুত্বপূর্ণ ?
google মূলত একটি পোস্ট index করা এবং তা search result এ প্রদর্সন করার সময় পোস্ট টাইটেল এবং পোস্ট এর প্রথম Para থেকে কিছু কীওয়ার্ড নিয়ে থাকে |
কেউ যখন কোনো বিসয় google এ search করে তখন কীওয়ার্ড density এর উপর ফলাফল প্রদর্সন করা হয় | সাধারণত আমাদের পোস্ট টাইটেল এ search tergeted কীওয়ার্ড এর আধিক্য থাকে |
অনেক সময় আমাদের ব্লগ পোস্ট টাইটেল বেশ বড় হয়ে যায় তখন blogger পোস্ট এর জন্য যে অটো permalink তৈরি করে তাতে কিছু কীওয়ার্ড বাদ পরে যায় | যেহেতু google search result এ পোস্ট টাইটেল
এর কীওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা চাইব যেন আমাদের পোস্ট টাইটেল এর প্রতিটা কীওয়ার্ড ই permalink এ প্রদর্সন করে | এক্ষেত্রে আমরা প্রতিটা পোস্ট এর জন্য অটো permalink তৈরি করে দিতে পারি এতে আমাদের
search result ভালো হবে |

কিভাবে ব্লগ পোস্ট এর জন্য permalink তৈরি করবেন ?
প্রথমে আপনার ব্লগ পোস্ট টাইটেলটি notepad এ কপি করুন _ ধরুন আপনার পোস্ট টাইটেল টি
Beche Theke Labh Ki Bol By Arijit Singh Video Rangbaaz Movie Free Download
এই পোস্ট টাইটেল এর permalink তৈরি করার জন্য পোস্ট টাইটেল এর প্রতিটা word এর প্রথম letter “small letter” করতে হবে |
এরপর প্রতিটা word (-) চিহ্ন দ্বারা যুক্ত করুন | ঠিক এভাবে ….
beche-theke-labh-ki-bol-by-arijit-singh-video-rangbaaz-movie-free-download
কোথাও কোনো স্পেস হবে না |
এবার আপনার blogger নিউ পোস্ট create page গিয়ে পোস্ট তৈরি শেষ করার পর right sidebar এ গিয়ে “post settings” option থেকে permalink tab select
করুন | এরপর Custom Permalink tab মার্ক করুন | এরপর আপনার তৈরি করা permalink টি custom permalink box এ paste করুন এবং “done” বাটন ক্লিক করুন |
আপনার custom permalink তৈরির কাজ শেষ |

SEO TIPS - কী-ওয়ার্ড রিসার্চের সেরা ১০টি টুলস

SEO TIPS - কী-ওয়ার্ড রিসার্চের সেরা ১০টি টুলস



কী-ওয়ার্ড রিসার্চের সেরা ১০টি টুলস

keyword research

যারা এস.. সেক্টরে কাজ করছেন তাদের জন্য কীওয়ার্ড রিসার্চ গুরুত্ব অনেক।  একজন এস. . এক্সপার্ট বলতে পারবেন কীওয়ার্ড রিসার্চের গুরুত্ব। আর ঠিকমত কীওয়ার্ড রিসার্চ করতে পারলে না পারলে এস. . তে আপনি আপনার কাঙ্ক্ষিত স্বফলতা পেতে অনেক কষ্ট করতে হবে।  অনেক সময় কাঙ্ক্ষিত স্বফলতা নাও পেতে পারেন।  আর যদি কীওয়ার্ড রিসার্চ ঠিকমত করতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষে পৌছানো অনেক সহজ হয়ে যাবে। 
তাই আসুন কিছু জনপ্রিয় কীওয়ার্ড রিসার্চ টুলস এর সাতে পরিসিত হয় নি।  যেগুলা আপনাদেরকে যে কোনো সময় সাহায্য করতে পারে।
. Google Adwords :
সবচাইতে জনপ্রিয় সহজ কীওয়ার্ড রিসার্চ টুলস হলো Google Adwords
goodle adword tools
. SemRush :
Semrush কীওয়ার্ড রিসার্চ সহ এস. . এর জন্য আরো কিছু  গুরুত্বপূর্ণ  কাজ করা যায়।  যেমন  Competitor Analysis করা ইত্যাদি। 
লিংক : http://www.semrush.com
semrush tools
. Spyfu :
একই সাথে হাই রেংক কীওয়ার্ড দেখার পাশাপাশি ওয়েবসাইট সম্পর্কিত বিভিন্ন তথ্যও জানতে পারবেন  Spyfu টুলস এর মাধ্যমে। এস. . এক্সপার্ট দের কাসে  Spyfu খুব জনপ্রিয় একটি টুলস.
লিংক :  http://www.spyfu.com
spyfu tools
. Woorank Website Review :
অনেক সময় Competitor ওয়েবসাইট গুলু কি কি কীওয়ার্ড ব্যবহার করেছে  তা  জানতে  হয় ।  এর মাধ্যমে  Competitor ওয়েবসাইট এর কীওয়ার্ড জানা যাবে।
লিংক : http://www.woorank.com/
woo rank tools
. Keyword Spy :
ওয়েব মাস্টার দের জন্য  Keyword Spy অনেক  জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি টুলস ।Keyword Spy আপনাকে কীওয়ার্ড রিসার্চের ফলাফলের পাশাপাশি সেই কীওয়ার্ড এর Competitor Website  গুলো সাজেস্ট করবে।  মজার বেপার হলো Keyword Spy Adwords, Yahoo এবং Bing থেকে Data কালেক্ট করে শো করে। তাই Keyword Spy ব্যবহার করলে আলাদা ভাবে Adwords, Yahoo কিংবা Bing ব্যবহার করতে হবে না। 
লিংক : http://www.keywordspy.com
keyword spy
. Keyword Discovery :
অনেক সময় একাধিক সার্চ ইঞ্জিন এর জন্য কীওয়ার্ড রিসার্চ করতে হয়। তাদের জন্য  Keyword Discovery অনেক ভালো একটি টুলস।  Keyword Discovery এর আকর্সনীয় দিকটি হলো এটি আপনাকে ১০০ টি সার্চ ইঞ্জিন থেকে Data কালেক্ট করে দেখাবে। 

৭. Google Trends :
হ্যান্ডি টুলস হিসেবে Google Trends অনেক জনপ্রিয় একটি টুলস।  এটি যেকোনো কীওয়ার্ড এর  দিন , সপ্তাহ এবং মাসিক হিসাবের বিবরণও  শো করে। 
৮. Word Stream :
Word Stream অন্য কীওয়ার্ড রিসার্চ টুলস গুলোর মতই।  এটি আপনাকে কীওয়ার্ড সার্চভলিউম, প্রিকোয়েন্সী এবং আপনার প্রতিযোগীদের সাজেস্ট করবে।
৯. SEO Quake :
এটি Mozila Firefox  এর একটি টুলবার যার মাধ্যমে আপনি আপনার কী–ওয়ার্ড প্রতিযোগী ওয়েবসাইট গুলোর বয়স, পেজ র‍্যাঙ্ক, ব্যাকলিঙ্ক ইত্যাদির মত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। 
লিংক: http://www.seoquake.com
১০. Soovle :
কী–ওয়ার্ড রিসার্চের সেরা ১০ টি টুলস এর মধ্যে  Soovle অন্যতম।  এটি প্রত্যেকটি সার্চ ইঞ্জিন এর জন্য আলাদা আলাদা কী–ওয়ার্ড সাজেস্ট করে।  এটি অনেক সুন্দর এবং দ্রুত কাজ করা যায়।
লিংক: http://www.soovle.com

SEO tips for Auto Approve Commenting sites

এস ই ও করতে যেসকল কাজ করতে হয় তার মধ্যে ব্যাকলিংকিং অন্যতম। আর তার জন্য Auto approve comment site list এর প্রয়োজন হয়। অনেক Do-Follow সাইটে কমেন্ট করতে গেলে রেগিস্ট্রেশান করতে হয় এবং কমেন্ট করার পর Approve হওয়ার জন্য  অপেক্ষা করতে হয়। এটা অনেক বিরক্তিকর। তাই আজ কিছু   Auto Comment Approve সাইট লিস্ট পোস্ট করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে।

dofollow blog commets sites list
1.http://www.bluecollarcatwalk.com/2012/09/hoodie-and-pencil-skirt.html#disqus_thread
2.http://collaredblouse.blogspot.com/
3.http://www.bupster.blogspot.com/
4.http://www.the-lovely-life.com/
5.http://www.hdofblog.com/2011/12/a-peek-into-my-kit/comment-page-1/#comment-6705 6.http://www.weightlosswoman.net/study-on-weight-loss/#comment_704579
7.http://www.glamgoss.com/weight-loss-plateau-pain/#comment_704590
8.http://designofpassion.blogspot.com/2010/09/new-design-collection.html?showComment=1343301241067#c900542750065952712
9.http://www.ammazzatecitutti.org/news/legalitalia-2011.-dal-6-al-9-agosto-a-reggio-calabria-presentato-il-programma-delle-iniziative-13.php#comments
10.http://byempowerment.blogspot.com/2007/03/primary-school-kids-talk-slavery.html
11.http://jeanphiblog.media-box.net/dotclear/index.php?2010/05/12/343-adobe-creative-suite-5-decouvrir-les-nouveautes-de-la-cs5-sur-adobetv&cos=1
12.http://orangify.com/story.php?id=814141
13.http://www.emusician.com/Default.aspx?tabid=273&EntryId=750
14.http://alexcameron24.bravejournal.com/entry/99430
15.http://www.advancedkd.co.uk/blog/whats-future-kitchen-design#comment-1939
যদি কিছু লিঙ্কে সমস্যা হয় তবে সাইটের লিঙ্কের সাথে যে বার্তি অংশ রয়েছে তা বাদ দিয়ে সার্চ করুন পেয়ে যাবেন।

SEO Terminology (পারিভাষিক শব্দাবলী) আপনার এস ই ও শিখার পথ আরোও সহজ করবে।

SEO Terminology (পারিভাষিক শব্দাবলী) আপনার এস ই ও শিখার পথ আরোও সহজ করবে।

seo terminology

 

 

Alexa Rank
Alexa.com ranks websites by the amount of traffic they receive
Authority Links
Links from trusted websites
Baclink
Black Hat
Unethical SEO that does not conform to Google guidelines

Blog Networks
A network of websites used to attempt to influence search engine rankings
PBN Private Blog Network
Blog Rolls
Links on he side of a Blog
Bot
Search robots used by search engines. Also called spiders or crawlers
YouTube Video  “How to search work”
Breadcrumbs
Navigational links on your website. These enable your visitors to move from page to page.
Broad Match
A search uses any keywords in any order
CMS
Content Management System i.e. WordPress
Duplicate Content
Content that exists on another website
EMD
Exact Match Domain
Exact Match
A search exactly matches a keyword phrase
Follow
A link follows and passes ranking benefits
Footer Links
Links placed in the footer of a website
Google Bot
Search robot used by Google
Google Dance
Occurs if Google algorithms are changed or if aggressive link building is used
Google Juice
Power that is passed from a link
GTOS
Google Terms of Service
GWG
Google webmaster guidelines
GWT
Google Webmaster Tools
HTML
Hyper Text Mark-up Language
Impressions
(number of times) A website has been shown in search results
Indexed Pages
The pages of a website that have been indexed by a search engine
Internal Links
The number of internal links a website has
IP
Internet Protocol. Address of a website i.e. 64.233.160.0 is a Google IP address.
Keyword Density
The number of times a keyword is used on a webpage
Health 100 word 5%
Keyword Stuffing
Overuse of keywords on a webpage
Landing Page
The page on a website that is found when someone follows a link from a search
engine or other website
Link Farm
A website that only exists to publish links to other sites
Link Velocity
The speed that a website acquires other links
Linkerati
Someone who is an ideal target for linkbaiting
Long Tail
A keyword phrase using more than two words
LSI
Latent Semantic Indexing. Indexing associated words together in a webpage
No Follow
The link should not be followed and not pass on any ranking benefits
No. of Pages
The number of pages a website has
OBL
Outbound Links from a website
Organic Link
Another webmaster has added a link to your website to add value to his/her own
website
Organic Search Results
The results shown on a search engine page which that search engine chooses to show rather than paid for ads
Page Rank
The position of a website in search results
Phrase Match
A search matches part of websites content
Rank
Website position on a search engine
Redirect
A web link redirect has been performed
 RLT
Regional Long Tail Keyword. Includes a location such as a town, city or geographical
area
SE
Search Engine
SEM
Search Engine Marketing
SEO
Search Engine Optimisation
SERP
Search Engine Results Page
Side Wide Links
Links on a panel on the side of a website
Site Wide Links
Links that are on all pages of a website
Social Engagement
The number of times someone engaged with a piece of content
Social Mentions
The number of times a website or webpage is mentioned on social media
Splog
A Spam Blog,
The Fold
The content that appears on the screen when a webpage opens is called above the fold
Time on Page
The length of time a visitor stays on a webpage
Traffic
Website visitors
URL
Uniform Resource Location. Your Domain Name (website address)
Website Penalty
A website has received a penalty
White Hat
Ethical SEO that conforms to Google’s guidelines

 

SEO গবেষনা করার ৪০ টি blog site

আমি এখানে ৪০ টি এস ই ও ব্লগ সাইট আপনাদের সাথে শেয়ার করলাম।আশাকরি সবার কাজে লাগবে।
SEO tips



1. The Moz Blog
Blog: http://moz.com/blog
Twitter: @moz
2. Search Engine Land
Blog: http://searchengineland.com/
Twitter: @sengineland
3. QuickSprout
Blog: http://www.quicksprout.com/blog/
Twitter: @neilpatel
4. YouMoz
Blog: http://moz.com/ugc
Twitter: @moz
5. Matt Cutts
Blog: http://www.mattcutts.com/blog/
Twitter: @mattcutts
6. SEOBOOK
Blog: http://www.seobook.com/blog
Twitter: @seobook
7. Rand Fishkin
Blog: http://moz.com/rand/
Twitter: @randfish
8. Search Engine Watch
Blog: http://searchenginewatch.com/
Twitter: @sewatch
9. Search Engine Journal
Blog: http://www.searchenginejournal.com/
Twitter: @sejournal
10. Bruce Clay
Blog: http://www.bruceclay.com/blog
Twitter: @BruceClayInc
11. SEO by the Sea
Blog: http://www.seobythesea.com/
Twitter: @bill_slawski
12. Search Engine Roundtable
Blog: http://www.seroundtable.com/
Twitter: @seroundtable
13. Digital Relevance
Blog: http://relevance.com/blog
Twitter: @drelevance
14. Daily SEO Blog
Blog: http://www.dailyseoblog.com/
Twitter: @ManiKarthik
15. Copyblogger
Blog: http://www.copyblogger.com/blog
Twitter: @copyblogger
16. David Naylor
Blog: http://www.davidnaylor.co.uk/
Twitter: @davenaylor
17. Daily SEO Tip
Blog: http://dailyseotip.com/
Twitter: @DailySEO
18. UpCity
Blog: http://upcity.com/blog
Twitter: @upcityinc
19. SEO Theory
Blog: http://www.seo-theory.com/
Twitter: @seo_theory
20. ClickZ
Blog: http://www.clickz.com/category/search/seo
Twitter: @clickz
21. Marketing Pilgrim
Blog: http://www.marketingpilgrim.com/category/search-marketing
Twitter: @MarketingPilgrm
22. Search Engine Guide
Blog: http://www.searchengineguide.com/
Twitter: @sewatch
23. REELSEO
Blog: http://www.reelseo.com/
Twitter: @reelseo
24. Higher Visibility
Blog: http://www.highervisibility.com/blog
Twitter: @highervis
25. Yoast
Blog: http://yoast.com/cat/seo
Twitter: @yoast
26. John Battelle’s Search Blog
Blog: http://battellemedia.com/
Twitter: @johnbattelle
27. BacklinkO
Blog: http://backlinko.com/
Twitter: @Backlinko
28. OptimizePrime
Blog: http://optimizepri.me/
Twitter: @OptimizePrime
29. SEOno
Blog: http://seono.co.uk/category/seo
Twitter: @steviephil
30. WordStream
Blog: http://www.wordstream.com/blog
Twitter: @wordsteam
31. Zazzle Media
Blog: http://www.zazzlemedia.co.uk/blog
Twitter: @zazzlemedia
32. Koozai
Blog: http://www.koozai.com/blog/category/search-marketing
Twitter: @koozai
33. SEO Nick
Blog: http://www.seonick.net/seo
Twitter: @nick_eubanks
34. Kaiser the Sage
Blog: http://kaiserthesage.com/
Twitter: @kaiserthesage
35. DejanSEO
Blog: http://dejanseo.com.au/blog
Twitter: @dejanseo
36. Small Business Online Coach
Blog: http://www.smallbusinessonlinecoach.com/blog
Twitter: @smbusinesscoach
37. iAcquire
Blog: http://www.iacquire.com/blog/category/seo-2
Twitter: @iacquire
38. David Leonhardt’s SEO and Social Media Marketing
Blog: http://www.seo-writer.com/blog
Twitter: @amabaie
39. siegemedia
Blog: http://www.siegemedia.com/blog
Twitter: @siegemedia
40. SEO Gadget
Blog: http://seogadget.com/category/seo/
Twitter: @seogadget

এসইও’র কিছু গুরুত্ব পূর্ন প্রশ্ন

এসইও’র কিছু গুরুত্ব পূর্ন প্রশ্ন যা নতুনদের জানা দরকার 

আশাকরি যারা নতুন তাদের কাজে লাগবে।

 

প্রথম প্রশ্ন : পেঙ্গুইন আপডেটের পর এখন একটা সাইটের ফুল অফ পেজ এসইও করতে হলে কিভাবে এবং ডেইলি কি কি করতে হবে?
উত্তর : পেঙ্গুইন পরবর্তী লিংকবিল্ডিং সম্পর্কে বলার আগে বুঝতে হবে কেন এই আপডেট করলো গুগল। এটার প্রাথমিক কারন হচ্ছে অটোমেটেড ব্ল্যাকহ্যাট ট্রিক্স সম্বলিত স্প্যামি লিংকবিল্ডিং প্রসেসকে এনকাউন্টার করা এবং কোয়ালিটি সম্পন্ন ন্যাচারাল ও ফ্রেস লিংক গুলোকে প্রাধান্য দেওয়া। আরেকটা কথা নিশ্চই মনে আছে সবার, quality matters more than quantity। সুতরাং লিংক বিল্ডিং প্রসেস কোন মতেই যেন আনন্যাচারাল নয়, গুগলের জন্য লিংক হবে ন্যাচারাললিংক। যাই হোক, পেঙ্গুইন এর যুগে যেই বিষয়গুলো এভোয়েড করবেনঃ
  • লো কোয়ালিটি ব্যাকলিংকস
  • ইরিলেভেন্ট সাইটে লিংকিং
  • সেম ডোমেইন থেকে লিংক নেওয়া পরিহার করা
  • ইরিলেভেন্ট পেজে অতিরিক্ত ইন্টারনাল লিংকিং।
  • ডুফলো এর পাশাপাসি নোফলো লিংকিং ও করতে হবে
  • শুধু হোম পেজকেই নয় ইনার পেজকেও লিংকিং করতে হবে মানে ডিপ লিংকিং
  • ইরিলেভেন্ট সাইটে ফুটার বা সাইডবারে লিংকিং (যেটা সব পেজেই থাকে) অ্যান্ড ব্লগরল লিংকস
  • লিংক ডাইভার্সিফাই করুন (শুধু মাত্র ১টা উৎস থেকে ব্যাকলিংক না করে বিভিন্ন উৎসে লিংকিং করুন)
আরও গুরুত্বপূর্ন দুটি ব্যাপার যা অবশ্যই এভোয়েড করে চলতে হবে
(ক) র‍্যাপিড লিংকবিল্ডিং পরিহার করা (link velocity – দ্রুত লিংকবিল্ডিং করা যাবেনা, আস্তে আস্তে করতে হবে। দিনে সর্বোচ্চ ৪/৫টার বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তা না হলে পেনাল্টি খাওয়ার সম্ভভবনা বেশি থাকবে যা হিতে বিপরীত হওয়ার সামিল, বিভিন্ন মার্কেট প্লেসে যারা এসইও’র কাজ করে তাদের দেখা যায় তারা ১দিনেই ১০০/১৫০ লিংক বিল্ডিং করে, তারা জানেনা এর পরিণাম কি!)
(খ) লিংক বিল্ডিং এর সময় এক্সাক্ট মেচ কিওয়ার্ড ইউজ না করা (মানে হচ্ছে Anchor Texts কে যথা সম্ভব ডাইভার্সিফাই করতে হবে যাতে করে এটা ন্যাচারাল লাগে গুগল যাতে কোন ক্রমেই না বুঝতে পারে এটা আনন্যাচারাল, এক্ষেত্রে শুধু ইউআররেল বা প্রেসাল কিওয়ার্ড অথবা আপনার ব্রান্ডনেম ইউজ করলেই চলবে অথবা আপনি চাইলে শুধুমাত্র আপনার নামই ইউজ করতে পারেন)।
*** গুগল পেঙ্গুইন এর পেনাল্টির হাত থেকে বাঁচতে চাইলে পাশাপাশি এই কাজগুলোকেও এভোয়েড করবেন Content Marketing /Article Marketing with spun articles, Forum Profile Link building, Link Exchanges, low Quality Press Release & social bookmarking Submissions, Mass Directory Submissions (except niche based specific directories)।
গুগল অনেক আগেই ওয়েব সাইট রেংক করানোর ক্ষেত্রে ঘোষণা দিয়েছে “Social Signals” এর ব্যাপারে তাই সোশ্যাল মিডিয়া এখন খুবি গুরুত্বপূর্ণ। সুতরাং অন্যান্য লিংকবিল্ডিং প্রসেস চালু রাখার পাশাপাশি সাইটের কন্টেন্টকে নিয়ম করে গুগল প্লাস, ফেসবুক/লাইক, টুইটার, পীন্টারেস্ট এ শেয়ার করবেন যাতে ২/৩টা করে লাইক শেয়ার হয় দৈনিক। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইটে ভাইরাল কন্টেন্ট লিখার কোন জুড়িই নাই, যা ইউজারই নিজের ইচ্ছায় শেয়ার করে দিবে। এইতো, তবে আমি পার্সোনালি আরেকটা কথা বলতে চাই উপরোক্ত নিয়ম মেনে ইথিকাল ওয়েতে সব ধরনের লিংক বিল্ডিং চালিয়ে যেতে পারবেন আপনি, তাহলেই আসবে সফলতা।

দ্বিতীয় প্রশ্ন : একটা সাইটের কিওয়ার্ড যদি বায়ার না ঠিক করে দিয়ে থাকে তবে কি ঐ সাইটের প্রতিটি পেজের কিওয়ার্ড রিসার্স করে তারপর এস ই ও করতে হবে? নাকি জাস্ট হোম পেজ এর কিওয়ার্ড গুলো থেকে বাছাই করে কিওয়ার্ড নিয়ে কাজ করলেই হবে?
উত্তর : কিওয়ার্ড রিসার্স ছাড়া একটা সাইটের পরিপূর্ন এসইও প্লান করা যায় না। কিওয়ার্ড রিসার্স করার হয় সাইটের জন্য উপযুক্ত টার্গেটেড কিওয়ার্ড খুঁজে পেতে পাশাপাশি এ টু জেড এসইও স্ট্রেটেজি ঠিক করতে। টার্গেটেড কিওয়ার্ড ছাড়া ওয়েবসাইট পালবিহীন নৌকার মত। আর আপনার গোল/উদ্দ্যেশ্য (প্রডাক্ট বিক্রি করবেন নাকি সার্ভিস দিবেন নাকি অন্য কিছু) কি সেটার উপর ভিত্তি করেই কিওয়ার্ড রিসার্স করা হয়। এখন কথা হচ্ছে বায়ার যদি কিওয়ার্ড ছাড়াই আপনাকে সাইট দিয়ে বলে এসইও করতে/বায়ারের যদি টার্গেটেড কিওয়ার্ড না থাকে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে ওর গোলটা জেনে বা ভালো মত বুঝে নিয়ে – ওর নির্দিষ্ট পেজ অনুযায়ী কিওয়ার্ড রিসার্স করে দেওয়া (এখানেও আপনার অনেক ডাটার প্রয়োজন পরবে, যেমন তার এই সাইট থেকে ফিডব্যাক পাওয়ার চাহিদা কেমন! আরও অনেক কিছু) যাতে ঐ সাইটের জন্য উপযুক্ত বা পারফেক্ট কিওয়ার্ড পাওয়া যায়। এরপর আপনার টার্গেটেড কিওয়ার্ড নিয়েই প্লান করতে হবে অনপেজ এবং অফপেজ এসইও স্ট্রেটেজি।
তৃতীয় প্রশ্ন : মিনিমাম কত দিন লাগতে পারে একটা ট্রাভেল সাইট রেংক করাতে?
উত্তর : একটা সাইটকে রেংক করতে হলে মুখস্ত বলা যায় না যে এটা কত সময় লাগবে রেংক করতে। আসলে এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তাও এক্সাক্ট বলা যায় না জাস্ট গেস করতে হয়। এটা হচ্ছে একটা প্রতিযোগিতার মত। ওয়েট উদাহরণ দিচ্ছি… আপনি যদি কিছু সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে এমন রেসে জিততে চান তাহলে বলুন কি করতে হবে আপনাকে? ক) আপনাকে আগে বুঝতে হবে কতজন এই রেসে অংশ গ্রহণ করেছে জুস্ট বুঝার জন্য এক্সাক্ট কতজন আপনার প্রতিদ্বন্দি এবং পাশাপাশি কারা তারা? খ) তারা কে কেমন শক্তিশালী, কেমন গতিতে দৌড়াচ্ছে, এবং এত গতিতে দৌড়ানোর জন্য কি কি করছে? গ) অবশেষে ওদের গতিবিধি বুঝে নিয়ে আপনার কর্মপদ্ধতি ঠিক করা এবং সেই অনুযায়ী কাজ করে যাওয়া। তাহলেই সম্ভব রেসে জেতা। ডেটস ইট… ত কি বুঝলেন এই উদারহণ থেকে? আশা করি আর ভেঙে বলতে হবে না, বুঝে নিতে পারবেন…
চতুর্থ প্রশ্ন : আমাকে পার্টিকুলার কোন দেশের ভিজিটর আনতে হলে কি লিখে সার্চ দিলে জাস্ট ঐ দেশ রিলেটেড সাইট, ব্লগ বা ফোরাম আসবে?
উত্তর : এই প্রশ্নটা যদিও আমার কাছে ক্লিয়ার না। কারন আপনার প্রশ্নের প্রথম অংশে বুঝা গেলো যে আপনি কোণ নির্দিষ্ট দেশ থেকে আপনার সাইটের ট্রাফিক আনতে চান, আবার শেষের অংশে বুঝা যাচ্ছে আপনি লিংক বিল্ডিং করার জন্য নির্দিষ্ট দেশের সাইট খুঁজার স্টাইল জানতে চাচ্ছেন। এখন কি উত্তর দিবো, আমি কনফিউসড। তারপরও উত্তর দিচ্ছি… যদি আপনার প্রথম অংশটা প্রশ্ন হয় তবে, এক্ষেত্রে আপনি প্রথম যে কাজটা করতে পারেন তা হচ্ছে জিওগ্রাফিক কিওয়ার্ড (যেমন Atlanta divorce lawyer) টার্গেট করতে পারেন এবং সেই অনুযায়ী অনপেজ অপটিমাইজেশন করতে পারেন, তারপর কান্ট্রিওয়াইজ (যেমন বাংলাদেশের জন্য .bd এক্সটেনশন) সাইট খুঁজে বের করে যেসব যেসব ওয়ে আছে ওগুলো ইউজ করে লিংকবিল্ডিং করুন, আরেকটা কথা লিংকবিল্ডিং এরক্ষেত্রে ভালো সুফল পেতে দেশভিত্তিক ডোমেইন আইপি এবং হোস্টিং সার্ভার এর কথা মাথায় রাখা জরুরী। যদি আপনার দ্বিতীয় অংশটা প্রশ্ন হয় তবে, উত্তর হচ্ছে কিওয়ার্ড সংযোজন করে ডোমেইন এক্সটেনশন শেষে দিয়ে সার্চ করুন তাহলেই পেয়ে যাবেন

 

SEO Tips ডিরেক্টরি সাবমিশন( Directory Submisstion)

SEO -ডিরেক্টরি সাবমিশন টিউটোরিয়াল

নেটে হাজার হাজার সাইট আছে যেখানে শুধু বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা দেয়া থাকে। অনেক সাইট আছে যেখানে কোটি কোটি সাইটের ঠিকানা আছে। সাইটের লিংক বা ঠিকানাগুলি বিভাগভিত্তিক সাজানো থাকে। যেমন সোসাল নেটওয়ার্কিং নামে যদি একটা বিভাগ থাকে তাহলে সেখানে ফেসবুক,টুইটার সহ সব সোসাল নেটওয়ার্কিং সাইটের ঠিকানা থাকবে। খেলা বিভাগ থাকলে সেখানে খেলাধুলা বিষয়ক সাইটগুলির লিংক থাকবে। এভাবে অনেক বিভাগ থাকে এবং প্রতি বিভাগে  সংশ্লিষ্ট সাইটগুলির তালিকা থাকে। এতে করে সাইট খুজে পেতে সুবিধা হয়, ধরুন কেউ ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট এর টিউটোরিয়াল আছে এমন সাইট খুজছে,এখন সে যদি এ ধরনের সাইটের তালিকা সংরক্ষন করে এরুপ সাইটে গিয়ে কম্পিউটার বিভাগে অনুসন্ধান করে তাহলে হয়ত এ ধরনরে অনেক সাইট পেতে পারে। যে সাইটগুলি এরুপ হাজার হাজার সাইটের ঠিকানা বিভাগ ভিত্তিক সাজিয়ে রাখে সেই সাইটগুলিকে বলে ডিরেক্টরি সাইট। আর এরুপ সাইটে আপনার সাইটের লিংক প্রদান করার প্রক্রিয়াটিকে বলে ডিরেক্টরি সাবমিশন। এধরনের অনেক ডিরেক্টরি সাইট আছে যারা বিনামুল্যে আপনার সাইটের লিংক সংশ্লিষ্ট বিভাগে যোগ করতে দেবে। এখনতো যার যে ধরনের সাইটের দরকার হয় সে ধরনের দুএকটা শব্দ গুগলে লিখে এন্টার দিলেই ঐ ধরনের সাইটগুলি চলে আসে।কিন্তু সার্চ ইন্জিন তৈরীর আগে মানুষ এসব ডিরেক্টরি সাইট থেকেই নিজের প্রয়োজনীয় সাইট খুজে নিত। এখনও যারা নতুন নতুন কম্পিউটার জগতে আসে, ইন্টারনেট কানেকশন নেয় তারা এভাবে সাইট খুজে পেতে চেষ্টা করে। যাই হোক কাজ হচ্ছে বিভিন্ন ডিরক্টেরি সাইটে আপনার সাইটর লিংক সাবমিট করা। এতে করে যারা ডিরেক্টরি সাইটের মাধ্যমে ওয়েবসাইট খোজে তারা আপনার সাইটের খবর পাবে এবং আপনার সাইটের ট্রাফিক বাড়বে।  বাংলাদেশী ডিরেক্টরি সাইট www.velki.com, www.bangladeshdir.com, www.abohomanbangla.com,
দেশের বাইরে http://www.bizseo.com/, http://www.directorysnob.com, www.connectdirectory.info, www.dmoz.org,  (এটা খুব বিখ্যাত), www.dctry.info, didb.org,  directory.fm,  www.directorybright.info, www.directorycom.info,



SEO Directory submission process

SEO TASK LIST

প্রাথমিক যে কাজ গুলো করা প্রয়োজনঃ

 সর্ব প্রথম আপনি ক্লায়েন্ট এর কাছ থেকে সাইট এবং কি ওয়ার্ড নিলেন এখন আপনাকে যে কাজ গুলো করতে হবে সেটা হল প্রথমে আপনাকে যে কি-ওয়ার্ড টি গুগল এ সার্চ করতে হবে দেখতে হবে প্রথম ১০ টি সাইট এর সব কিছু।
যা যা দেখার প্রয়োজন বিশেষভাবেঃ
  • পেজ র‍্যাঙ্ক দেখতে হবে।পেজ র‍্যাঙ্ক দেখতে হলে আপনি এই টুল টি ব্যবহার করতে পারেন। টুল লিঙ্কা এখানে
  • সাইট এর ব্যাকলিঙ্ক দেখতে হবে।ব্যাকলিঙ্ক দেখতে হলে আপনি এই টুল টি ব্যবহার করতে পারেন। টুল লিঙ্কা এখানে
  • কি- ওয়ার্ড টুল থেকে কি-ওয়ার্ড এর কম্পিটিশন টা দেখতে হবে।কি-ওয়ার্ড এর কম্পিটিশন  দেখতে হলে আপনি এই টুল টি ব্যবহার করতে পারেন। টুল লিঙ্কা এখানে
এখন আপনি একই কাজ টি করবেন আপনার ক্লায়েন্ট বা আপনার সাইট এর জন্য। অর্থাৎ আপনি আপনার সাইট টি উপরের মত রিসার্চ করবেন। তাহলে আপাতত কাজ কমপ্লিট।
এখন আপনার চিন্তা করার পালা। কারন আপনাকে এখন চিন্তা করতে হবে কি করলে সাইট টি আমি ওই পজিশনে নিয়ে আসতে পারব।কি কি কাজ করলে সাইট টি আপনি উপরে নিয়ে আসতে পারবেন এই চিন্তা করা শুরু করতে হবে। আর সেই অনুযায়ী আপনি কাজ করতে থাকবেন। আর আপনি যখন এই চিন্তা শক্তি কাজে লাগিয়ে সফল হবেন তখন আপনি একজন পারফেক্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজার। সাধারনত একটা বিষয় খেলা রাখবেন সেটা হল অনেক ওয়েব সাইট আছে যারা কাজ করে না অর্থাৎ তারা ওই কি- ওয়ার্ড নিয়ে কাজ করেনা। কিন্তু তাদের সাইট টপ পজিশনে থাকে। তো এইসব কি- ওয়ার্ড গুলো টপ পজিশনে নিয়ে আসা খুব সহজ। কারন ওই সাইট ওই কি- ওয়ার্ড নিয়ে কাজ করছে না। কিন্তু ভিজিটর আসছে। আর আপনি ওই কি ওয়ার্ড নিয়ে কাজ করলে সফলতা আসবে এবং হিউজ পরিমা ভিজিটর গ্যাদার করতে পারবেন। এইভাবে আপনাকে একটি সাইট এর কাজ করতে হবে। তবে কিছু জিনিস মাথাই রাখা বেশ জরুরী বর্তমানে। কারন এস ই ও নিয়ে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। যত আপডেট হচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। তাই আপনি কিছু কার করবেন যার মূল্য আপনি সারাজীবন পাবেন। সেই গুলোর ভিতর আছে।
  • ব্যাকলিঙ্ক। তবে ডু-ফলো এবং রিলেটেড সাথে উচ্চ পেজ র‍্যাঙ্ক।
  • উইকি, ইডূ, গভ ব্যাকলিঙ্ক করবেন হাইপেজ র‍্যাঙ্ক এর।
  • গেস্ট ব্লগিং করবেন তবে পরিমান মত। একাধারে করতে থাকবেন না। আর গেস্ট ব্লগিং এর উপর সব সময় একটু বেশি জোর দিবেন।
  • ওয়েব ২.০ আপনার কি-ওয়ার্ড টি কে টপে আনতে অনেক বেশি সাহায্য করবে।
  • ফোরাম পোস্টিং টা অনেক হেল্পফুল। এখান থেকে ভিজিটর সহ কি-ওয়ার্ড এর গুরুত্ব টা অনেক বেশি পাওয়া যায়। তবে ফোরাম কিন্তু ডু-ফলো এবং রিলেটেড টা অনেক বেশি কাজ দেই।
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং টা অনেক বেশি কাজে দিবে। লিঙ্কদিন, ফেসবুক এবং টুঁইটার আপনাকে অনেক বেশি কাজে দিবে।
তো এইভাবে আপনাকে একটা সাইট কে উপরে নিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে আমি কি পরিমান কাজ করলে এই সাইট টি কে উপরে নিয়ে আসতে পারব। তবে একটা জিনিস মাথাই রাখবেন কাজ করতে করতে যেন আপনি বন্ধ করে দিবেন না। সব সময় মাথাই রাখবেন আজকে যে পরিমান কাজ করছি আগামীকাল তার ২০% বেশি করতে হবে। এই ফর্মুলা টা মাথাই রেখে কাজ চালিয়ে যাবেন। আশা করি সফল হবেন।
যারা বিড করে কাজ নেন, শুধু মাত্র তাদের জন্য। পড়তে আপনাকে হবেই। পড়াটা আপনার খুবই দরকার।


আজকে আসলে একটা চরম সাজেশন দেওয়া দরকার। সাজেশন না দিলে আর হবে না। সাজেশন তাদের জন্য যারা ওডেস্ক বা ফ্রীলান্সার এর মত সাইট এ কাজ করেন তাদের জন্য। আমরা যখন কোন কাজের জন্য অ্যাপ্লাই করি, তখন আমাদের পূর্বে লেখা কোন কভার লেটার কপি পেস্ট  করে দেই। আসলে এটা করা কোনভাবেই উচিৎ না। দেখা যাচ্ছে আপনি অনেকগুলা কাজ জানেন। একটা একটা কাজের জন্য এক এক ধরনের কভার লিখে রাখেন। পরবর্তীতে আপনি শুধু মাত্র জবের টাইটেল দেখে ওই পুরবের লেখা কভার লেটার তা কপি পেস্ট করেন। জবের ডিস্ক্রপশন ও ভাল করে পড়েন না। জবের টাইটেল দেওয়া আছে ধরুন "লিঙ্ক বিল্ডার নিডেড", আপনি দেখেন যে আমি কাজটি করতে পারব। কিন্তু আপনি জানেন না যে সে ভিতরে তার জন্য কি কি নীতিমালা প্রণয়ন করে দিয়েছে। পরবর্তীতে ক্লায়েন্ট যদি আপনাকে কজের জন্যও অফারও করে তাহলে আপনি তার মন থেকে ফিডব্যাক তা পান না। অতিরিক্ত রাগ হলে ক্লায়েন্ট আপনার সেই মাত্রার ফিডব্যাক দিবে সেটা বুঝতে পারছেন। আর ক্লায়েন্ট যদি ভাল হয় তাহলে হইত আপনার প্রতি করুনা করে ফিডব্যাক দিবে। কেন দরকার ? আপনার এই করুনার ফিডব্যাক। আপনি তার কাজ করছেন। সে আপনাকে পেমেন্ট করছে। এতটুকু। এর বেশি কিছু না। কিন্তু একটা জিনিস হচ্ছে। সে যদি পরবর্তীতে কোন প্রজেক্ট ওপেন করে তাহলে আপনাকে তো আর কোনদিন ওই ক্লায়েন্ট জব দিবে না। আপনি সর্বদা একটা জিনিস মাথাই রেখে কাজ করবেন। ক্লায়েন্ট আসলে কি চাই। আপনি তার সেই চাওয়া টা নিজে থেকে ফিল করেন। এরপর তার জব টা কমপ্লিট করে দিন। দেখুন পরবর্তীতে আর কারোরও কাছে কাজ করাবে না। সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে। এই জন্য ক্লায়েন্ট এর সাথে বোঝা পোড়াটা সব সময় ঠিক রাখা উচিৎ। আসল কথাটা বলতে ভুলে গেছি। কভার লেটার প্রসঙ্গে ছিলাম। কভার লেটার লেখেন যেন মনে আপনার জীবনের ইতিহাস লিখছেন। কেন দরকার এত প্যাঁচাল করার। একটা কথা লিখলেই তো হয়। স্যার আনি কাজটি করতে পারি। এই যে আমার পূর্বের কাজের অভিজ্ঞতা। প্রজেক্ট বিষয়ে আমরা স্কাইপি অথবা মেসজের মাধ্যমে আলোচনা করে নিব। হয়ে গেল। এত গুলা কথা বললাম এই কারনে যে, আমি নিয়মিত জব দিই। আজকেও দিলাম একটা নতুন জব পোস্ট। আরে বাবা !!! কি বলব। বিড করেছে ৩০+ মাত্র ৩ ঘণ্টায়। এমনিতে সময় কম। এখন মেসেজ পড়তে যেয়ে আমার পুরা মেজাজ গরম হয়ে গেছে। সবাই একই কাজ করেছে। আমি যে কি জব দিছি আর তারা যে কি কভার লেটার লিখছে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। এক একজন পণ্ডিত তাদের জীবনের ইতিহাস লিখে পাঠাইছেন। সে এইটা পারে ওইটা পারে। আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিছি কভার লেটার অবশ্যই ছোট হতে হবে। বাপরে!!!! এমন ছোট কভার লেটার লিখেছে যে একটা মেসেজ পড়তে যেয়ে আমার ১৭ মিনিট লাগলো। তার জীবনে কত কাজ করেছে সব।আরে ভাই আমার তাতেইও দুঃখ ছিল না। সে পারে, তাই লিখেছে ভাল। কিন্তু আমার প্রজেক্ট সম্পর্কে কচুর মাথা কিচ্ছু নেই। আমি যে একটা ফাইল এটাচ করে দিতে বলেছি সেইটা মনে হয় তার চোখে পড়িনি।পূর্বে একটা কাজের জন্য একটা ছেলেকে আমি সত্যি করুনা করে তারে ফিডব্যাক দিছি। আসলে আমার এত পরিমান রাগ তার উপর হয়েছিল, বলে বুঝাতে পারব না। তাপরও দেখলাম আমি যদি তার ফিডব্যাক টা না দিই হইত ছেলেটার পরবর্তীতে কাজ পেতে অনেক বেগ পেতে হবে। আরে মিয়া আমি না হয় একজন ফ্রীলান্সার তাই তোমারে ফিডব্যাক দিছি। ফিডব্যাকের যে কি জ্বালা  সেইটা তো সে কবেই বুঝেছি। কিন্তু যারা শুধু কাজ করাই। তারা তো রেগে আগুন হয়ে যাবে। তাই বলছি এখন থেকে জবের জন্য বিড করার সময় নিচের নিয়ম গুলা দয়া করে মেনে চলবেন। আশা করি কখন আপনাকে পিছুপা হবে না। আমি এখন আছি মহা টেনশনে। আমার কাজটা করার জন্য কাউকে যোগ্য বলে মনে হচ্ছে না। যদিও তাদের ফিডব্যাক দেখছি সেই মাত্রার। তারপর কেন জানি মনে হচ্ছে আমার মনের মত করে কেউ দিতে পারবে না। কাজটা খুব সিম্পিল। কিন্তু কেউ যে আমার দেওয়া নীতিমালা গুলা পড়ি নি। সেইটা তাদের কভার লেটার দেখে আমি বুঝতে পেরেছি। কারন আমার প্রজেক্ট সম্পর্কে কোন কথা বার্তাই তো লেখা নেই। যাই হোক আসল কথাই আসি।
  • একই কভার লেটার কপি পেস্ট করা উচিৎ নয়।
  • কাজের পুরা ডিস্ক্রিপশন পড়ে বিড করবেন।
  • বায়ারের যে পরিমান পেমেন্ট লিমিট দেওয়া আছে , তার ভিতর বিড করার চেষ্টা করুন। প্রয়োজনে পরবর্তীতে কনভারসেশনের মাধ্যমে বলেন যে বাজেট টা স্যার একটু কম হয়ে যাচ্ছে। যদি কোনভাবে একটু বাড়ানো যায়। আমার জন্য ভাল হয়। এক কথাই বায়ারকে কনভেন্স করার চেষ্টা করুন। দেখবেন পুরাপুরি ফল পাবেন।
  • বায়ার যদি এটাচ করে কিছু দিতে বলে তাহলে সেইটা দিন।
  • আর যদি নাও বলে তারপর য় কিছু স্যাম্পল তারে দেন এটাচ করে। এতে সে আপনার উপর আস্থা রাখতে পারবে।
  • কভার লেটার সর্বদা ২ থেক ৩ লাইনের ভিতরে শেষ করার চেষ্টা করুন।
  • অবশ্যই প্রজেক্টের উপর কভার লেটার লিখবেন।
  • কাজের পূর্বের অভিজ্ঞতা দেখানোর চেষ্টা করবেন।
  • বায়ারের যে সময় দেওয়া আছে তার ভিতর আপনি কাজটি সম্পূর্ণ করতে পারবেন কি না, সেইটা ভেবে নিয়ে বিড করবেন। কারন আমি আমার জবের জন্য বলছি ৩ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। কেউ কেউ ৩০ দিন পর্যন্ত দিয়ে রেখেছে। এই বিষয়টা একটু মাথাই রাখবেন।
উপরের বিষয়গুলা মাথাই নিয়ে একটু বিড করবেন। আশা করি সফল হবেন। কোন ধরনের সমসাই পরবেন পড়বেন না। ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।

The 15 Best Freelance Websites to Find Jobs 

Whether you’re looking for another way to pay the bills, seeking more professional development opportunities or just love the freedom that freelancing offers, there’s no question that millions of people have discovered the benefits of professional freelancing. As trends like the digital nomad lifestyle grow in popularity, the number of freelance resources out there has increased as well.
Related: Everything You Need to Know About Hiring a Freelancer
There are plenty of guides for striking out on your own, but as a freelancer, getting higher-paying gigs isn’t just a matter of signing up on popular platforms. You’ll have to branch out, establish a great portfolio of past work and maybe even prove yourself through tests that showcase your skills. Here’s a list of the 15 best sites to find work as a freelancer.

1. Upwork

With over 1.5 million clients, Upwork (previously oDesk) offers something for every type of freelancer. It accommodates both short- and long-term projects, hourly or per-project work and expert-level and entry-level engagements. Regardless of where you are in your career, Upwork is likely to have something for you.

2. Toptal

With a distinctly different approach than the other services on this list, Toptal is for seasoned, talented freelancers. Passing Toptal's screening process gives you unparalleled access to meaningful projects with great clients (JPMorgan, Zendesk, Airbnb, etc.) and fair compensation (no low-bid contests). You’ll also be able to join the Toptal community for frequent meetups and tech events.

3. Elance

Elance removes a lot of the hassle that comes with freelancing. You’ll be able to make a profile right away without jumping through any hoops, enjoy payment protection to ensure you’re always paid for the hours you work and more.
Editor's note: Elance has joined Upwork since the publish date of this article.
Related: Hacking Elance: How to Make Money Freelancing

4. Freelancer

Unlike most other platforms, in addition to offering millions of projects, Freelancer allows you to compete with other freelancers in contests to prove your skills. If you’re competitive and confident in your expertise, it’s a great way to showcase your abilities and attract more clients.

5. Craigslist

Although most people see Craigslist as just a platform for buying and selling miscellaneous things, it’s actually a great source of freelance jobs. You can easily browse for local offerings if you prefer something in-office, or you can search by major cities if you prefer working remotely.

6. Guru

This site lets you easily showcase your past work experience and offers a daily job-matching feature to make sure you don’t miss out on any good opportunities. The Guru Work Room lets you easily manage all your work.

7. 99designs

A platform for freelance designers, 99designs lets you compete in design contests and get feedback as clients choose the best ones. It’s a great way for talented designers to prove their talents.

8. Peopleperhour

This is a great platform, focusing on freelancing for web projects. If you’re a designer, web developer, SEO specialist, etc., peopleperhour is definitely worth checking out.

9. Freelance Writing Gigs

Whether you’re a writer, editor, blogger, publisher or any combination of those, Freelance Writing Gigs is a great option for freelancers who have a way with words.

10. Demand Media

Demand Media is a platform for creative types, including writers, filmmakers, producers, photographers and more. You work with the site to create unique content, engage audiences and promote your talents.

11. College Recruiter

As the name might suggest, College Recruiter is for college students or recent graduates looking for freelance jobs of any type. In addition to being a source for part-time work, it can be a great way to jumpstart your career.

12. GetACoder

This site is for freelance writers, web designers and programmers -- exactly what small businesses need to get a website idea off the ground. GetACoder offers millions of smaller-scale projects to choose from.

13. iFreelance

This platform accommodates some of the usual suspects of the freelancing world (writers, editors, coders, etc.) but also features freelance marketers as well. Unlike other sites, iFreelance lets you keep 100 percent of your earnings.

14. Project4hire

With hundreds of project categories, Project4hire makes it easy to identify jobs that suit your skillset, without scanning through large volumes of posts. It’s great for coders, consultants, designers and more.

15. SimplyHired

With a wider range than most other freelance platforms offer, SimplyHired is perfect for everyone from salespeople to construction workers. It includes a blog with hiring tips, a company directory and location-based search.
Whether you’re a programmer, designer, expert, college student or something in between, there’s a freelance platform out there for you. Check out the sites above to get started today!

 

 

SEO করার ১১ টি কৌশল জেনে নিন যা অতি গুরুত্বপূর্ণ

যেহেতু সার্চ ইঞ্জিন প্রতিনিয়ত আপডেট হচ্ছে তাই মার্কেটারদের এর সাথে চলতে হলে অবশ্যই তাদের দক্ষতা বাড়াতে হবে।রিপোর্ট অনুযায়ী লিঙ্ক সার্চ করে ব্যবহারকারীর ক্লিকের ৭০% আসে SEO থেকে!
আবার, inbound leads (SEO) এর খরচ outbound leads (বিজ্ঞাপন) থেকে ৬১% কম।এখন আপনি বুঝতে পারছেন SEO হলো সাফল্যের চাবি, এখানে ১১ টি SEO কৌশল দেয়া হলো যা আপনাকে অবশ্যই জানতে হবে।
১। অবিশ্বাস্য কন্টেন্ট তৈরি করতে হবে যা লিঙ্ক অর্জন করবেঃ সার্চ ইঞ্জিন এলগরিদমের সাথে সব কিছু পরিবর্তনের পরও সার্চ ইঞ্জিনের সাথে সবচেয়ে বড় প্রভাব রয়েছে ইনবাউন্ড SEO লিঙ্কে। অপরদিকে লিঙ্ক অর্জনের অন্য পদ্ধতিগুলো পরিবর্তিত হয়েছে। কোন উঁচু মানের প্রাসঙ্গিক ওয়েব সাইট থেকে লিঙ্ক পাওয়া শুধু আপনার SEO এর সাহায্যে সম্ভব হবেনা।
এর সাথে দরকার হবে রেফারেল ট্রাফিক, যা আরো বেশি বিক্রি ও ব্র্যান্ড এরপরিচিতি বাড়াবে।
অবিশ্বাস্য কন্টেন্ট তৈরি যা মানুষ শেয়ার করতে চাইবে তা এখনও লিঙ্ক আয়ের প্রধান উপায় আছে।
২। Co-Citation লিঙ্কঃ প্রতিবার সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট কে আপনার প্রতিদ্বন্দ্বির পরেই পায়। Co-Citation লিঙ্ক পেতে হলে “best” অথবা “top 10” দিয়ে আপনার সাইটের বিষয়ের উপর সার্চ করুন। যেমনঃ টপ টেন ব্লু উইজেডআপনি যদি এই সার্চ করেন আর রিজাল্টে আপনার ব্যবসা না পান তাহলে পাবলিশারেরসাথে যোগাযোগ করুন এবং লিস্টে আপনার কোনপানি কে যোগ করার জন্য বলুন, কেন এবং কোথায় আপনার কোম্পানি এখানে যোগ হবে তার জন্য তৈরি হোন। কোন লিঙ্কের সাথে যেতে হলে তাদেরকে সারমর্ম দিন।
৩। এডিটোরিয়াল লিঙ্কঃ এডিটোরিয়াল লিঙ্ক গুলো আপনার SEO এর জন্য অনেক শক্তিশালি হয়ে আসে কারণ এগুলো অন্য পাবলিকেশন থেকে আপনার কোম্পানি উল্লেখ করে আপনার সাইটের বিষয়ের ভিত্তিতে আসে। তারা আবার লীডারশিপ গেস্ট টিউন থেকেও আসতে পারে, যা আপনি লিখে কোন তৃতীয় পক্ষের সাইটে পাবলিশ করেন।
এডিটোরিয়াল লিঙ্ক পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এমন সব উন্নতমানের কন্টেন্ট তৈরি করা যা অন্যরা তাদের পাঠকের সাথে শেয়ার করবে। অন্য উপায় হলো উচুমানের আকারে গেস্ট টিউন করা আপনার সাইটের বিষয়ের উপর। অবিশ্বাস্য কন্টেন্ট তৈরি করতে প্রস্তুত হোন যা কঠিণভাবে পাবলিশের পূর্বে ভোট পরীক্ষিত হবে। ইন্টারভিউ হলো এডিটোরিয়াল লিঙ্ক পাওয়ার আরেকটি পদ্ধতি।
৪। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং পদ্ধতিঃ এখানে আরেকটি হোয়াইট হ্যাট লিঙ্কবিল্ডীং পদ্ধতি যা অনেক কার্যকরি হয়। এখানে আপনি আসলে পাবলিশারকে সাহায্য করছেন ব্রোকেন লিঙ্ক তৈরি করাতে, যা তাদের পাঠকের জন্য সাহায্যকারী হবে। এখানে তখনই কাজ হবে যখন আপনার কন্টেন্ট হারিয়ে যাওয়া কন্টেন্ট থেকেও অনেক শক্তিশালি হবে।এই কাজের জন্য কোন সাইটের এমন ব্রোকেন লিঙ্ক খুজে বের করতে হবে যা আপনার সাইটের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
এরপর আপনি ব্রোকেন লিঙ্ক নিয়ে ওয়েবমাস্টারের সাথে যোগাযোগ করে সুপারিশ করবেন যে আপনার সাইট বিকল্প এই ব্রোকেন লিঙ্ক এর। আরো জানতে মজ ব্লগ থেকে broken link-building Bible পড়ুন।
৫। Link Reclamation : এটি আপনাকে ব্রোকেন লিঙ্ক খুজে বের করে ফ্রেশ লিঙ্ক পেতে সাহায্য করবে এবং পাবলিশারকে দিয়ে এগুলো সমাধান করাবে। উদাহরণঃ আপনার সাইট সম্পর্কে উল্লেখ করা ব্র্যান্ড খুজে বের করুন, এবং পাবলিশারকে লিঙ্ক যোগ করতে বলুন। এমন জায়গা খুজে বের করুন যেখানে আপনার কন্টেন্ট এট্রিবিউশন ছাড়া ব্যবহার করাহয়েছে, এবং সেই ব্যক্তির নিকট লিঙ্করিকুয়েস্ট করুন। একে স্বয়ংক্রিয় করতে আপনি Google Alert চালু করতে পারেন, যখনই আপনার কোম্পানি নাম উল্লেখ করবে তা ইমেইল করে জানানোর জন্য। এর পর আপনি চেক করে দেখতে পারেন তারা আপনার সাইটের সাথে লিঙ্ক দিয়েছে কি না।
৬। লিঙ্ক আউটরিচঃ এটি অনেকটা “old school” এর মত কিন্তু এখনো অনেক শক্তিশালি। এটি করতে এমন ওয়েবসাইট বের করুন যা আপনার ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক, এবং তাদের সাইট থেকে তাদের যোগাযোগ এর তথ্য সংগ্রহ করুন। তাদেরকে কল করুন বা ইমেইল করে ভদ্রভাবে লিঙ্ক এর জন্য বলুন। এটা ভালো কাজ করে যদি তাদের ব্যবসা আপনার ব্যবসা থেকে কিছুটা আলাদা হয় কিন্তু একই পাঠক শেয়ার করা যায়।
৭। প্রতিদ্বন্ধি বিশ্লেষণ করাঃ এটা নতুন কিছু নয়। কোম্পানিরা তাদের প্রতিদ্বন্ধির ওয়েবসাইট অনেক বছর থেকে গবেষণাকরে আসছে। অধিকন্তু প্রতিদ্বন্ধির সাইটের ব্যাকলিঙ্ক এবং ম্যানুয়ালি রিভিউ করা যেসব লিঙ্ক রাখা অনেক মূল্যবান। এরপর আপনি লিঙ্ক আউটরিচ করতে পারেন একই সাইট থেকে লিঙ্ক পাওয়ার চেষ্টা করতে পারেন।
৮। কী-ওয়ার্ড রেঙ্কিং এর পরিবর্তে ROI:  এ মনযোগ দেয়া যদিও আমরা সবাই সার্চ রিজাল্ট রেঙ্কিং এ কী-ওয়ার্ড এর ফল উপভোগ করি এর দ্বারা এটা প্রমাণ হয়না যে আপনার SEO সফল হয়ে গেছে।অনেক কী-ওয়ার্ডের জন্য এটা সম্ভব কোন ROI না থাকা সত্ত্বেও নাম্বার এক এ যাওয়া।আপনাকে সেই মেট্রিক্স এ মনযোগ দিতে হবে যা কনভার্সেষন আনে।
৯। একটি SEO কৌশল তৈরি করুন যা  শ্রোতাকে ম্যাপ করবেঃ গত কয়েক বছর ধরে আমরা গুগল এনালিটিক ও অন্যান্য টুল থেকে অধিকাংশ কীওয়ার্ড হারিয়ে ফেলেছি। এর জন্য জরুরী হয়ে পড়েছে SEO এর পুরণো সিস্টেম থেকে বেরিয়ে এসে শ্রোতাকে আকর্ষিত করার নতুন পদ্ধতি বের করা। এর জন্য আমাদের অবশ্যই নতুন কী-ওয়ার্ডে মনযোগী হতে হবে। নতুন পদ্ধতিতে মার্কেটারদের প্রতিবেশি করা, এবং বের করা কোথায় SEO দিয়ে আমাদের মার্কেটিং সফল হচ্ছে এবং কীভাবে একে আরো ভালোকরে তোলা যায়।বাজে কন্টেন্টে কী-ওয়ার্ডের গাদাগাদি করে একে রেঙ্কে রাখার দিন অনেক আগেই ফুরিয়েছে। এখন আপনার কন্টেন্ট এর জন্য জরুরী এর টার্গেট করা ব্যক্তিরা,কীওয়ার্ড হতে হবে কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক।এজন্যই বলা হয় কন্টেন্ট ও SEO একে অন্যের সাথে বাঁধা।
১০। Yahoo, Bing ও অন্যান্যের জন্য অপটিমাইজ করা : Yahoo, Bing, এবং DuckDuckGo এর মত সার্চ ইঞ্জিনরা কম কম করে গুগলের অনেক বড় টুকরো ২০১৬ তে নিয়ে নিতে পারে। Yahooহলো ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন, Safari গুগলের সাথে ডিল করে যা মনে করা হচ্ছে ২০১৬ তে শেষ হয়ে যাবে। এবং ইয়াহু ও বিং চাচ্ছে এখানে ডিফল্ট সার্চ ইঞ্জিন হওয়ার জন্য। যেহেতু অন্যান্য সার্চ ইঞ্জিন গুগলের পরিবর্তে ডিফল্ট হয়ে যাচ্ছে তাই সেইসব সার্চ ইঞ্জিনের জন্যও অপটিমাইজ করা বুদ্ধিমানের কাজ হবে।
১১। মোবাইল SEO : মোবাইল প্রতি বছর আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে, ২০১৬ বা এর পরে অবশ্যই প্রতিটি ওয়েবসাইটের মোবাইলের জন্য আলাদা কৌশল থাকতে হবে। মোবাইল হতে হবে ২০১৬ এর SEO পরিকল্পনার এর সিংহঅংশ। তবে আপনাকে সতর্ক হতে হবে যেহেতু কনফিগারেশন এরর এর জন্য ৬৮ ভাগ ট্রাফিক লস হয়।