যেনে নিন আপনার ব্লগের কোথাই SEO ভুল আছে এবং কিভাবে সেটা সমধান করবেন !!

যেনে নিন আপনার ব্লগের কোথাই SEO ভুল আছে এবং কিভাবে সেটা সমধান করবেন !!

 

যে টুলটি নিয়ে বলব সেটার আলেক্সা রাঙ্ক মাত্র ৪ হাজার তাহলে বুঝতেই পারছেন কত বড় মানের এটি এই টুল টির নাম seositecheckup যারা অভিজ্ঞ তারা হয়তো আগেই এর নাম শুনেছেন যারা নতুন তাদের জন্যই বিশেষ করে ।

Seositecheckup :

প্রথমে আপনি seositecheckup এখানে যান এবং Input Website URL এ আপনার ওয়েবসাইট এর এড্রেস লিখুন এবং Checkup! বাটনে ক্লিক করুন একটু অপেক্ষা করুন দেখুন আপনার সাইট এর বিস্তারিত খুঁটিনাটি সব দেখতে পাবেন যেখানে ভুল থাকবে সেখানে লাল রঙ্গে দেওয়া থাকেব How TO FIX এবং এই বাটনে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন কিভাবে এই ভুলটি আপনি ঠিক করবেন সেটা নিয়ে বিস্তারিত লিখা থাকবে । 
সব উপরে দেখতে পাবেন আপনার টোটাল সাইট SEO কেমন আছে তাহলে আপনি নিচের চিত্রে মত সব উপরে দেখতে পাবেন 
blog seo check
এই সকল বিষয় গুল সাধারণত তিনটি কালার দিয়ে দেখান হয় যেমন লাল মানে খারাপ , কমলা কালার মানে মোটামোটি আরও ভালো করতে হবে সবুজ বুঝতেই পারছেন সব কিছু ঠিক আছে । এখুন উপরের ফটো দেখুন কমলা কালার মানে কিছু এখুও ঠিক করতে হবে সাইট এর SEO এখুন তারা যেগুল fix করতে বলছে সেগুল করলেই অনেকটা ঠিক হয়ে যাবে
এই টুলটি আপনি একবার ব্যবহার করতে পারবেন কোন রকম অ্যাকাউন্ট ছাড়া আর একাধিক সাইট চেক করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে তাছাড়া একটা IP তে ৩০ মিনিট পরপর চেক করতে পারবেন ।

 

Share this

Related Posts

Previous
Next Post »