SEO TASK LIST

প্রাথমিক যে কাজ গুলো করা প্রয়োজনঃ

 সর্ব প্রথম আপনি ক্লায়েন্ট এর কাছ থেকে সাইট এবং কি ওয়ার্ড নিলেন এখন আপনাকে যে কাজ গুলো করতে হবে সেটা হল প্রথমে আপনাকে যে কি-ওয়ার্ড টি গুগল এ সার্চ করতে হবে দেখতে হবে প্রথম ১০ টি সাইট এর সব কিছু।
যা যা দেখার প্রয়োজন বিশেষভাবেঃ
  • পেজ র‍্যাঙ্ক দেখতে হবে।পেজ র‍্যাঙ্ক দেখতে হলে আপনি এই টুল টি ব্যবহার করতে পারেন। টুল লিঙ্কা এখানে
  • সাইট এর ব্যাকলিঙ্ক দেখতে হবে।ব্যাকলিঙ্ক দেখতে হলে আপনি এই টুল টি ব্যবহার করতে পারেন। টুল লিঙ্কা এখানে
  • কি- ওয়ার্ড টুল থেকে কি-ওয়ার্ড এর কম্পিটিশন টা দেখতে হবে।কি-ওয়ার্ড এর কম্পিটিশন  দেখতে হলে আপনি এই টুল টি ব্যবহার করতে পারেন। টুল লিঙ্কা এখানে
এখন আপনি একই কাজ টি করবেন আপনার ক্লায়েন্ট বা আপনার সাইট এর জন্য। অর্থাৎ আপনি আপনার সাইট টি উপরের মত রিসার্চ করবেন। তাহলে আপাতত কাজ কমপ্লিট।
এখন আপনার চিন্তা করার পালা। কারন আপনাকে এখন চিন্তা করতে হবে কি করলে সাইট টি আমি ওই পজিশনে নিয়ে আসতে পারব।কি কি কাজ করলে সাইট টি আপনি উপরে নিয়ে আসতে পারবেন এই চিন্তা করা শুরু করতে হবে। আর সেই অনুযায়ী আপনি কাজ করতে থাকবেন। আর আপনি যখন এই চিন্তা শক্তি কাজে লাগিয়ে সফল হবেন তখন আপনি একজন পারফেক্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজার। সাধারনত একটা বিষয় খেলা রাখবেন সেটা হল অনেক ওয়েব সাইট আছে যারা কাজ করে না অর্থাৎ তারা ওই কি- ওয়ার্ড নিয়ে কাজ করেনা। কিন্তু তাদের সাইট টপ পজিশনে থাকে। তো এইসব কি- ওয়ার্ড গুলো টপ পজিশনে নিয়ে আসা খুব সহজ। কারন ওই সাইট ওই কি- ওয়ার্ড নিয়ে কাজ করছে না। কিন্তু ভিজিটর আসছে। আর আপনি ওই কি ওয়ার্ড নিয়ে কাজ করলে সফলতা আসবে এবং হিউজ পরিমা ভিজিটর গ্যাদার করতে পারবেন। এইভাবে আপনাকে একটি সাইট এর কাজ করতে হবে। তবে কিছু জিনিস মাথাই রাখা বেশ জরুরী বর্তমানে। কারন এস ই ও নিয়ে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। যত আপডেট হচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। তাই আপনি কিছু কার করবেন যার মূল্য আপনি সারাজীবন পাবেন। সেই গুলোর ভিতর আছে।
  • ব্যাকলিঙ্ক। তবে ডু-ফলো এবং রিলেটেড সাথে উচ্চ পেজ র‍্যাঙ্ক।
  • উইকি, ইডূ, গভ ব্যাকলিঙ্ক করবেন হাইপেজ র‍্যাঙ্ক এর।
  • গেস্ট ব্লগিং করবেন তবে পরিমান মত। একাধারে করতে থাকবেন না। আর গেস্ট ব্লগিং এর উপর সব সময় একটু বেশি জোর দিবেন।
  • ওয়েব ২.০ আপনার কি-ওয়ার্ড টি কে টপে আনতে অনেক বেশি সাহায্য করবে।
  • ফোরাম পোস্টিং টা অনেক হেল্পফুল। এখান থেকে ভিজিটর সহ কি-ওয়ার্ড এর গুরুত্ব টা অনেক বেশি পাওয়া যায়। তবে ফোরাম কিন্তু ডু-ফলো এবং রিলেটেড টা অনেক বেশি কাজ দেই।
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং টা অনেক বেশি কাজে দিবে। লিঙ্কদিন, ফেসবুক এবং টুঁইটার আপনাকে অনেক বেশি কাজে দিবে।
তো এইভাবে আপনাকে একটা সাইট কে উপরে নিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে আমি কি পরিমান কাজ করলে এই সাইট টি কে উপরে নিয়ে আসতে পারব। তবে একটা জিনিস মাথাই রাখবেন কাজ করতে করতে যেন আপনি বন্ধ করে দিবেন না। সব সময় মাথাই রাখবেন আজকে যে পরিমান কাজ করছি আগামীকাল তার ২০% বেশি করতে হবে। এই ফর্মুলা টা মাথাই রেখে কাজ চালিয়ে যাবেন। আশা করি সফল হবেন।

Share this

Related Posts

Previous
Next Post »