এসইওয়ের জন্য প্রয়োজনীয় কিছু সংযুক্তি

সার্চ ইঞ্জিন অপটিমাইজেসনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অনেক গুলো বিষয় জড়িত আছে। বিষয় গুলো নিয়ে ওয়েবে অনেক কনটেন্ট আছে। যারা এসইও শিখতে চায় তারা একের পর এক লিঙ্ক গুলো পড়ে নিলে নিজেকে এসইও কনসালটান্ট হিসেবে তৈরি করে নিতে পারবে।  ওয়েবে প্রতিনিয়তই হালনাগাদ তথ্য প্রকাশিত হয়। এখানে থাকা সংযুক্তি ছাড়াও অনেক ভালো কনটেন্ট থাকতে পারে। অনেক বেশি তথ্য নতুনদের জন্য সমস্যার কারন তাই ভিত্তি তৈরির জন্য যথেস্ট সেই দিকে লক্ষ্য রেখে লিঙ্ক গুলো যুক্ত করেছি।

seo learning tips & tricks
  • কিওয়ার্ড রিসার্চ
    • তালিকা তৈরি
    • কিওয়ার্ড যাছাই বাছাই ও নিবার্চন
    • কম্পিটিশন এনালাইসিস
  • সার্চ ইঞ্জিন বান্ধব সাইট তৈরি
    • কোড
    •  ডিজাইন (পরোক্ষ)
    • কন্টেন্ট তৈরির পরিকল্পনা ( পরোক্ষ)
    • নেভিগেশন
    • কিওয়ার্ড অপটিমাইজড কনটেন্ট
    • ইন্টারনাল লিঙ্কং
    • ইউজাভিলিটি (পরোক্ষ)
  • অথরিটি তৈরি
    • ইনকামিং লিঙ্ক
    • সোশ্যাল সিগনাল
  • এনালিটক্স (পরোক্ষ)
এসইও ফোরাম ও গ্রুপ
অবশ্যই এই ফোরাম গুলোতে নিবন্ধন করবেন। নিয়মিত ভাবে সাইট গুলো ব্যবহার করবেন।
গুগলকে জানা ও বুঝার
গুগলকে জানা ও বুঝার মাধ্যমে এসইও শেখা শুরু করতে পারলে অনেক বিষয় সহজ হয়ে যায়। গুগল সম্পৃকিত গুরুত্বপূর্ণ সংযুক্তি।
কিওয়ার্ড রিসার্চ
ওয়েব সাইট ও এসইওয়ের সাফল্য নির্ভর করে কত দক্ষতার সাথে কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে তার উপর। কিওয়ার্ড রিসার্চ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সংযুক্তি।
এসইও গাইড
লিংক বিল্ডিং
সাইট স্ট্রাকচার
কিওয়ার্ডের তালিকা চুড়ান্ত করার পরের কাজটি হলো সাইটের ইনফোরমেশন আর্কিটেকচার ঠিক করা। সাইটের আর্কিটেকচার র‍্যাঙ্কিংয়ে বেশ ভুমিকা রাখে।
লেখা তৈরি
এসইওয়ের সাথে লেখার একটা সম্পর্ক আছে। উন্নত মানের লেখা না হলে যেমন র‍্যাঙ্ক করবে না ,আবার ভিজিটর এসে ফেরত গেলে কিংবা কাঙ্খিত কাজটি নাও করতে পারে। নিজের সাইট হলে অনেকে হয়তো নিজেই লিখে অন্যথায় ক্লায়েন্ট নিজে বা তার লেখক লিখার দ্বায়িত্ব পালন করতে পারে। এসইও প্রফেশনালরা কিংবা যারা লেখক তাদের কাজে লাগবে এমন কিছু সংযুক্তিঃ
ইউজাবিলিটি
কনটেন্ট মার্কেটীং
 সোর্চঃ কাসেম ব্লগ

Share this

Related Posts

Previous
Next Post »

1 comments:

comments