SEO Tips ডিরেক্টরি সাবমিশন( Directory Submisstion)

SEO -ডিরেক্টরি সাবমিশন টিউটোরিয়াল

নেটে হাজার হাজার সাইট আছে যেখানে শুধু বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা দেয়া থাকে। অনেক সাইট আছে যেখানে কোটি কোটি সাইটের ঠিকানা আছে। সাইটের লিংক বা ঠিকানাগুলি বিভাগভিত্তিক সাজানো থাকে। যেমন সোসাল নেটওয়ার্কিং নামে যদি একটা বিভাগ থাকে তাহলে সেখানে ফেসবুক,টুইটার সহ সব সোসাল নেটওয়ার্কিং সাইটের ঠিকানা থাকবে। খেলা বিভাগ থাকলে সেখানে খেলাধুলা বিষয়ক সাইটগুলির লিংক থাকবে। এভাবে অনেক বিভাগ থাকে এবং প্রতি বিভাগে  সংশ্লিষ্ট সাইটগুলির তালিকা থাকে। এতে করে সাইট খুজে পেতে সুবিধা হয়, ধরুন কেউ ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট এর টিউটোরিয়াল আছে এমন সাইট খুজছে,এখন সে যদি এ ধরনের সাইটের তালিকা সংরক্ষন করে এরুপ সাইটে গিয়ে কম্পিউটার বিভাগে অনুসন্ধান করে তাহলে হয়ত এ ধরনরে অনেক সাইট পেতে পারে। যে সাইটগুলি এরুপ হাজার হাজার সাইটের ঠিকানা বিভাগ ভিত্তিক সাজিয়ে রাখে সেই সাইটগুলিকে বলে ডিরেক্টরি সাইট। আর এরুপ সাইটে আপনার সাইটের লিংক প্রদান করার প্রক্রিয়াটিকে বলে ডিরেক্টরি সাবমিশন। এধরনের অনেক ডিরেক্টরি সাইট আছে যারা বিনামুল্যে আপনার সাইটের লিংক সংশ্লিষ্ট বিভাগে যোগ করতে দেবে। এখনতো যার যে ধরনের সাইটের দরকার হয় সে ধরনের দুএকটা শব্দ গুগলে লিখে এন্টার দিলেই ঐ ধরনের সাইটগুলি চলে আসে।কিন্তু সার্চ ইন্জিন তৈরীর আগে মানুষ এসব ডিরেক্টরি সাইট থেকেই নিজের প্রয়োজনীয় সাইট খুজে নিত। এখনও যারা নতুন নতুন কম্পিউটার জগতে আসে, ইন্টারনেট কানেকশন নেয় তারা এভাবে সাইট খুজে পেতে চেষ্টা করে। যাই হোক কাজ হচ্ছে বিভিন্ন ডিরক্টেরি সাইটে আপনার সাইটর লিংক সাবমিট করা। এতে করে যারা ডিরেক্টরি সাইটের মাধ্যমে ওয়েবসাইট খোজে তারা আপনার সাইটের খবর পাবে এবং আপনার সাইটের ট্রাফিক বাড়বে।  বাংলাদেশী ডিরেক্টরি সাইট www.velki.com, www.bangladeshdir.com, www.abohomanbangla.com,
দেশের বাইরে http://www.bizseo.com/, http://www.directorysnob.com, www.connectdirectory.info, www.dmoz.org,  (এটা খুব বিখ্যাত), www.dctry.info, didb.org,  directory.fm,  www.directorybright.info, www.directorycom.info,



SEO Directory submission process

Share this

Related Posts

Previous
Next Post »