এসইও গাইডলাইন – স্ট্রাটেজি, টুলস এবং রিসোর্স

এসইও স্ট্রাটেজি নিয়ে লিখতে গেলে দিনের পর দিন বই লেখা যায়। এটা এমন এক অধ্যায় যার শেষ দেখে কেও মৃত্যবরন করতে পারে নাই। আর ১০০% সাকসেস এই সেক্টরে আসলে কেউই মুখ উচু করে বলতে পারবে না ।  হ্যাঁ সেই পারবে যে কিনা ২ টা কাজ করেছে, আর বিশাল বড় কি-ওয়ার্ড নিয়ে কাজ করেছে। যাই হোক, নিচে আমি কিছু রিসোর্স আপনাদের জন্য দিচ্ছি। এগুলো পড়লেই আশা করি, পরবর্তী ধাপ আপনি নিজেই বুঝতে পারবেন। 


 


এসইও স্ট্রাটেজিঃ 

  • গুগল এসইও গাইড - গুগল এসইও গাইড মেইনলি নতুনদের জন্য। যারা আসলে ইথিক্যাল আর নন-ইথিক্যাল এসইও এর ব্যাপারগুলো জানে না। যারা এটা না পড়েই এসইও করতেছেন তারা কখনই আসলে পারফেক্ট ইথিক্যাল অপটিমাইজার হিসেবে দাবি করতে পারবে না। সুতরাং প্রাথমিক এই গাইডটা আপনাকে ইথিক্যাল অপটিমাইজার হওয়ার ধারনা দিবে।
  • ই-কমার্সের জন্য এসইও - অনলাইনে পণ্য সেল করার জন্য অর্গানিক ভিজিটর এর ভ্যালু অনেক। কিন্তু এত বেশি কম্পিটিশন যে, আপনি হইত হিমশিম খেয়ে যেতে পারেন। অ্যাডাম এর স্লাইডশেয়ার সেসব বিষয় নিয়ে বিস্তর লেখা আছে।
  • ই-কমার্স মার্কেটিং গাইডলাইন - বাংলাদেশের প্রেক্ষপটের জন্য ই-কমার্স মিলিয়ন ডলার এর একটা ইন্ডাস্ট্রি। খুব দ্রুত এই ইন্ডাস্ট্রি হইত বিলিয়ন ডলারে রুপান্তর হবে। কিন্তু এই মার্কেটে নিজেকে প্রবেশ করাতে হলে, এর জন্য প্রয়োজন পরিপূর্ণ  মার্কেটিং প্ল্যান এবং মার্কেট রিসার্সসহ আরও অনেক কিছু। সেসব নিয়েই বিস্তর লেখা। এই লেখাটি আমার নিজের লেখা।
  • ৫ টি এসইও স্ট্রাটেজি - অনেক পদ্ধতি আছে, যেগুলো অনেকে স্প্যাম এর ফেলে রেখে কাজ করে না। এমনি ৫ টা স্ট্রাটেজি এখানে তুলে ধরা হয়েছে।
  • অ্যাপ স্টোর অপটিমাইজেশন গাইডলাইন - মাল্টি বিলিয়ন ডলারের মার্কেট এটি। সার বিশ্ব জুড়ে এখন অ্যাপ ডেভেলপার এবং ব্যবহারকারীর অভাব নেই। কিন্তু এর মধ্যে থেকে যদি আপনি কিছু না করতে পারেন, তবে সেটা আপনার ব্যর্থতা। লেখাটি আমার নিজের। অ্যাপস স্টোর অপটিমাইজেশন নিয়ে বিস্তর লেখা আছে।

কি-ওয়ার্ড রিসার্চঃ 

  • বেসিক কি-ওয়ার্ড রিসার্চ - একদম নতুন যারা, শুধুমাত্র তাদের জন্য এই লেখাটি। এখানে কিভাবে বেসিক একটা ধারনা পাওয়া যায়, সেই সম্পর্কে লেখা আছে।
  • ৬ টি আনট্যাপ কি -ওয়ার্ড সোর্স - নেইট প্যাটেল এর এই লেখাটি নতুনদের জন্য অনেক কাজে দিবে। গুগলে টার্গেটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেটা স্পষ্ট করেই দেওয়া আছে এখানে।
  • কি-ওয়ার্ড রিসার্চ গাইড - ব্রেন ডিন এর একটি অসাধারন লেখা। যেখানে ব্রেন ডিন খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কি-ওয়ার্ড রিসার্চ সম্পর্কে আলোচনা করেছেন।
  • কিভাবে কি-ওয়ার্ড রিসার্চ করবেন - নিক অনেক বেশি রিসার্চ করেন। ইন্ডাস্ট্রিতে তাকে অনেকে রিসার্চার হিসেবে ভালো চিনে। সবার থেকে একটু ভালো রিসার্চ করতে পারেন। লেখাটি যে দারুন হতে পারে সেটা সুধুমাত্র উপলব্ধির ব্যাপারমাত্র।

অনপেজ এসইওঃ 

  • ৭ টি অনপেজ স্ট্রাটেজি - ক্রিস শেপার্ড একজন ভালো মানের স্ট্রাটেজিস্ট। তার লেখা সর্বদা আমার পছন্দের তালিকা তে থাকে। অনপেজ এর কিছু ট্রিক্স এখানে আপনি পাবেন। যেটা আপনার অনপেজ কে আরও বেশি শক্তিশালী করবে।
  • কি-ওয়ার্ড টার্গেটিং অনপেজ অপটিমাইজেশন - র‍্যান্ড এর লেখা আসলে বোঝা একটু কস্টকর। স্ট্রাটেজিক্যাল ফরম্যাটে লিখেন। যা নতুনদের বুঝে উঠতেই কস্ট হয়ে যায়। তবে এই লেখাটি তে সুন্দরভাবে উল্লেখ করেছে। কিভাবে কি- ওয়ার্ড টার্গেট করে অনপেজকে ভালোভাবে অপটিমাইজ করবেন।
  • মাল্টিল্যাঙ্গুএজ অপটিমাইজেশন - বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি যে, বিভিন্ন দেশের জন্য বিভিন্নভাবে টার্গেট করতে হয়। অনেকে জানে না, মাল্টিল্যাঙ্গুএজে এর ক্ষেত্রে কিভাবে পারফেক্ট অনপেজটা করতে হয়। ফলে সাইট বেশিরভাগ ক্ষেত্রে ড্রপ হয়। ক্রিসিয়ান এর লেখাটা সেই উপকারিতাটা বহন করতেছে।
  • ৯ টি অনপেজ এসইও এলিমেন্ট- অনপেজ ফ্যাক্টরগুলো জেসন অসাধারন লিখেছেন । এটা অনেক কাজে দিবে সবার, আমি মনে করি।
  • অনপেজ অপটিমাইজেশন চেকলিস্ট - অনপেজ অপটিমাইজেশন করার এই চেকলিস্ট থেকে যাচাই করে নিতে পারবেন, কোন জিনিসটি বাদ পড়ে গেল আপনার সাইট অনপেজ করার ক্ষেত্রে।

লিঙ্কবিল্ডিং 

  • এনাকোন্ডা লিঙ্কবিল্ডিং - এটি আমার একটি লেখা। অনেকগুলো লিঙ্ক বিল্ডিং এর মেথড বা পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা করা আছে।
  • সেরা লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজি গাইডলাইন - ২০১৫ এর সব লিঙ্ক বিল্ডিং পদ্ধতি নিয়ে আসলে এই লেখাটি। যেখানে অনেক বেশি বিস্তারিত লেখা। আর এই লেখাটিও আমার নিজের লেখা।
  • আউটরেচ লিঙ্কবিল্ডিং - কনটেন্ট বেস আউটরেচ লিঙ্ক বিল্ডিং নিয়ে এটা লেখা। অনেক গুরুত্বপূর্ণ লেখা এখানে রয়েছে। লিঙ্ক আর্ন এর ব্যাপার নিয়ে জাস্টিন বিস্তর লিখেছেন।
  • লোকাল লিঙ্কবিল্ডিং গাইডলাইন - লিঙ্ক বিল্ডারদের জন্য এহেরিফ এর ফ্যান্টাসিক একটা কনটেন্ট। লোকাল অপটিমাইজে ছাড়াও অনেক কাজে দিবে আপনাকে।
  • লিঙ্ক আর্নিং মেথড - লিঙ্ক বিল্ডিং করার থেকে লিঙ্ক আর্ন করাটা এসইও এর সবথেকে ইফেক্টিভ মেথড। কিন্তু এই আর্ন করাটা বলা যতটা সহজ আসলে তার থেকে ১০০ গন বেশি কঠিন ফলাফল পাওয়া। তবে কোয়ালিটি কনটেন্ট এর উপর অনেক কিছু নির্ভর করে। লেখাটা আমি লিখেছিলাম।
  • কিভাবে লিঙ্ক এনালাইজ করবেন -আসলে লিঙ্ক করার থেকে বোঝাটা অনেক কঠিন। কোনটা টক্সিক লিঙ্ক আবার কোনটা ভালো লিঙ্ক সেটা না জানতে পারলে পেনাল্টি আপনার জন্য ঘরের দরজা খুলে বসে থাকবে। এজন্য লিঙ্ক বিল্ডিং করার ক্ষেত্রে এটা খুবই জরুরী। এই কনটেন্ট সেটাই সাহায্য করবে।

টেকনিক্যাল এসইওঃ 

  • নন-টেকনিক্যালদের জন্য ট্যাকনিক্যাল এসইও - টেকনিক্যাল এসইও এর বেসিক ব্যাপারগুলো এরিন সার্চ ইঞ্জিন ওয়াচে খুব ভালো ভাবে তুলে ধরেছেন।
  • টেকনিক্যাল এসইও গাইডলাইন - পেডি তার এই কনটেন্টে টেকনিক্যাল এসইও সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইডলাইন তুলে ধরেছেন। ক্রলিং, ইনডেক্সিং এবং র‍্যাঙ্কিং নিয়ে বিস্তারিত লেখা রয়েছে।
  • টেকনিক্যাল এসইও চেকলিস্ট- এটা একটা সিস্টেম, যা আপনার জানার পরও অনেক ক্ষেত্রে ভুলে যাবেন। চেকলিস্ট আপনাকে একটা পারফেক্ত গাইড দিতে সাহায্য। এরকম একটা পারফেক্ট চেকলিস্ট।

লোকাল এসইওঃ 


মোবাইল এসইওঃ

  • মোবাইলের জন্য কনটেন্ট মার্কেটিং স্ট্রাটেজি - কনটেন্ট মার্কেটিং ইন্সটিটিউটের ডেভিড অসাধারন একটি লেখা শেয়ার করেছেন। কিভাবে মোবাইল মার্কেটিং এ কনটেন্ট স্ট্রাটেজি অ্যাপ্লাই করবেন সেটার একটা পারফেক্ট গাইডলাইন এখান থেকে পাবেন।
  • কিভাবে মোবাইল এসইও করবেন - মোবাইলে সার্চে কিভাবে র‍্যাঙ্ক করবেন, সেই ধরনের ইফেক্টিভ সব ইন্সট্রুমেন্ট নিয়ে ওয়েব মার্কেটিং গ্রুপ এর ট্রেন্স এই কনটেন্টে তুলে ধরেছেন।
  • অবনতির ৭ টি ইউএক্স - ইউজার এক্সপেরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মোবাইল সার্চ এর জন্য। শ্যরন সেইসব বিষয়গুলো এখানে সতর্ক করেছেন। এটা আপনার মোবাইল সার্চে র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে খুবই ইফেক্টিভ।
  • মোবাইল এসইও অডিট - র‍্যাঙ্কিং থেকে যেন না পড়ে যায় সেজন্য এই অডিটটা অনেক গুরুত্বপূর্ণ। এক্সপেরিয়েন্স মার্কেটাররা ছাড়া আসলে এই ধরনের অডিটে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই কস্টকর। কিন্তু এই লেখাটে সেই কস্টটা লাঘব করার প্রানপন চেস্টা করা হয়েছে।
  • মোবাইল এসইও এর টেকনিক্যাল গাইড - টেকনিক্যাল ইস্যুগুলো আসলেই সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন কে হুবহু কপি করেন তারপরও সেই যায়গাতে পৌছাতে পারবেন না। এসইও এর সব থেকে বড় ল্যাকিংসটা এই যায়গাতে। যেখান থেকে আসলে ঘোল খাওয়াতে হয়। লেখাটা সেই সমাধান করবে।

কনটেন্ট মার্কেটিংঃ

  • কনটেন্ট মার্কেটিং ফান্ডামেন্টাল - বেসিক কনটেন্ট মার্কেটিং নিয়ে সুন্দর একটা লেখা। প্রাথমিক মানিড সেট-আপ যদি সঠিক না হয় তবে সেটা একটু কষ্টকর পরবর্তী ধাপে পৌছান। কনটেন্টটিসেই অর্থে কাজের একটি লেখা।
  • কনটেন্ট মার্কেটিং স্ট্রাটেজি - কনটেন্ট মার্কেটিং এর জন্য যদি আপনি পারফেক্ট প্ল্যান না করেন, তবে আপনার টাকা এবং সময় শুধুমাত্র ব্যয় হবে। স্ট্রাটেজি তৈরি করে এগুতে হবে। দূরদর্শন ক্ষমতা থাকতে হবে। রিস্ক প্রতিটি ক্ষেত্রে থাকবে, কিন্তু সেটার পরিমান যেন কম হয় সেদিকে খেয়াল রাখাটা বেশি জরুরী।
  • মিথ্যা কে সত্যি তে রুপান্তর - ৮ টি মিথ্যা কে কিভাবে মানুষের সামনে সত্যি তে রুপান্তর করলেন, সেটা এক বিশাল মিথ। মিথ্যাবাদী হয়া না, টেকনিক শেখাটা হচ্ছে কনটেন্ট মার্কেটিং মুল হাতিয়ার। অন্যথায় হাজার হাজার ডলার খরচ হলেও প্রোফিট করতে পারবেন না।
  • কনটেন্ট ডিসকাভারি প্ল্যাটফর্ম - কনটেন্টকে আরও বেশি রিচ করানোর জন্য কনটেন্ট ডিসকাভারি প্ল্যাটফর্মগুলো সাহায্য করবে। অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে এই ধরনের। কোথা থেকে বেনিফিট পাবেন সেটা নিয়েই লেখা। এছাড়া আপনি চাইলে এইপ্ল্যাটফর্ম থেকে ইনকামও করতে পারবেন। লেখাটা আমার নিজের।
  • কিভাবে ডিপ কনটেন্ট লিখবেন - ইফেক্টিভ কনটেন্ট মার্কেটিং জানতে হলে, অবশই আপনাকে ডিপ কনটেন্ট লেখা জানতে হবে। ইউজার ক্লিয়ার বোঝার পরও কিছু কনফিউশনে থাকে যার কারনে সে কনভার্ট হয়। এই ধরনের কনটেন্ট লেখার জন্য অভিজ্ঞতা বিশাল বড় একটা ইস্যু। লেখাটা সেটা ক্লিয়ার করেছে।
  • ২৫ টি মাধ্যমে কনটেন্ট লেখার - কিভাবে কনটেন্ট লিখবেন যে মানুষ আপনার কনটেন্ট শেয়ার করে, সেইসব ট্রিকি বিষয় নিয়েই লেখা।

কনভার্সন রেট অপটিমাইজেশনঃ 

  • নতুনদের জন্য সিআরও গাইডলাইন - এটা যথেষ্ট না। কিন্তু এই গাইডলাইনটি মাইন্ড সেটআপ করতে হেল্প করবে।
  • ওয়েবস্পিড অপটিমাইজেশন - স্লো ল্যান্ডিং পেজ আপনার কনভার্ট রেট মাইনাসে নিয়ে আসতে পারে। যার জন্য সাইট স্পিডটা খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাটা সেটাই সাহায্য করবে।
  • ল্যান্ডিং পেজ গাইডলাইন - কপিব্লগার স্টেভেন ল্যান্ডিং পেজ নিয়ে এখানে বিস্তারিত লিখেছেন ইনফুগ্রাফিতে। যা কিনা আপনার কনভার্ট করতে সাহায্য করবে। ল্যান্ডিং পেজ কনসালটেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ল্যান্ডিং পেজ-ই আপনাকে সাকসেস করতে পারবে না। কনভার্ট এর অনেক কিছু নির্ভর করে ল্যান্ডিং পেজ এর উপর।

পেনাল্টি রিমুভালঃ

  • গুগল পেনাল্টি রিমুভাল আল্টিমেট গাইড - যদি পেনাল্টি খেয়ে থাকেন, তবে সেটা থেকে রিকভার না করা পর্যন্ত আপনার সাইট র‍্যাঙ্কিং-এ আসবে না। মজের লুইস এর এই পোস্টটি অনেক অ্যাকশান-এ্যাবল এবং তথ্যভিত্তিক। স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে।
  • যেকোনো পেনাল্টি থেকে রিকভার - গুগল এর যেকোনো ধরনের পেনাল্টি থেকে রিকভার করার জন্য কিসমেট্রিক্স এর এই কনটেন্ট অনেক কাজে দিবে যে কারোর।

অ্যালগোরিদম আপডেটঃ 

  • গুগল এলগোরিদম পরিবর্তন ইতিহাস - মজের এই সেকশনটা শুধুমাত্র গুগল এলগোরিদম আপডেট এর জন্য। আপডেট এর সাথে কি ধরনের আপডেট হয়েছে, সেইসব মেজর বিষয়গুলো উল্লেখ করা থাকে।
  • পেঙ্গুইন, পাণ্ডা, হামিংবার্ড - সার্চ ইঞ্জিন জার্নাল মেজর সব এলগোরিদম আপডেটগুলো এখানে প্রকাশ করে। যেহেতু তারা অনেক বিস্তারিত প্রকাশ করে,তাই যে কারো বুঝতেই সুবিধা হবে।
  • গুগল ওয়েবমাস্টার চ্যানেল - ইউটিউবের এই চ্যানেলে গুগল তাদের অফিসিয়াল অ্যালগোরিদম আপডেটের সাথে সেটার সঠিক ব্যাখ্যা প্রকাশ করে। ফলে আপনার পরবর্তী স্টেপ বা ধাপ কি হতে পারে সেটার একটা ধারনা নেওয়া যায়।

টুলসঃ 

  • ৪৭ টি সেরা এসইও টুলস - ফ্রী এবং প্রিমিয়াম সবকিছু মিলে সুন্দর একটা টুলস এর লিস্ট। কোনটা ফ্রী আবার কোনটা প্রিমিয়াম এবং তাদের সার্ভিস চার্জসহ খুব ভালোভাবে উপস্থাপনা করা হয়েছে।
  • কনটেন্ট মার্কেটিং এর সেরা টুলস - কনটেন্ট মার্কেটিং এর জন্য টূলস এর বিকল্প নেই। একটা ন্যাচারাল কাজের থেকে অনেক সময় বাঁচিয়ে দেই কনটেন্ট মার্কেটিং টূলস। সিরিয়াস মার্কেটার যারা তাদের জন্য এই ধরনের টুলস এক ধরনের হাতিয়ার হিসেবে কাজ করে।
  • এসইও এর জন্য মাইক্রোসফট এক্সেল - সার্চ ইঞ্জিন অপ্টিমাজেশন নিয়ে যারা কাজ করেন, তাদের মত আর কারও এত বেশি এক্সেল ব্যবহার করতে হয় না। আমার নিজের ডেক্সটপে এক্সেলশিটে সর্বদা ভরপুর থাকতো। ম্যাক্সিমাম অপটিমাইজাররা এক্সেল ব্যবহার করেন। শুধু আসলে ব্যবহার করলেই হয় না, এটার সঠিক পদ্ধতি জানতে হয়। এই  লেখাটা আপনার সময় বাঁচিয়ে দিতে সাহায্য করবে এবং সঠিক ব্যবহার এর দিক নির্দেশনা দিবে।
আমি জানি না আপনি কতটুকু পড়ালেখা করে একটা প্রোজেক্ট এর পেছনে সময় দেন। একটা জিনিস মাথায় রাখবেন কনফিডেন্ট ব্যাপারতা বিশাল একটা মারাত্মক গেম। ম্যাক্সিমাম এসইও অপটিমাইজার কাজের শুরুতেই কনফিডেন্ট হারিয়ে ফেলে। যার ফলশ্রুতিতে তারা আসলে প্রোজেক্ট ভালো করার ক্ষমতা থাকলেও সেটা তে সাকসেস হয় না। আমি যে রিসোর্সগুলো শেয়ার করেছি, আশা করি যদি সবগুলো স্টেপ বাই স্টেপ শেষ করতে পারেন, তবে হইত আজকের দিনের পর আপনার থিঙ্কিং লেবেল এবং আপনার কনফিডেন্ট আজকের মত আর থাকবে না। কালকে আপনি নিজেকে অন্য একটা জগতে দেখতে পাবেন। 

তো আর দেরি কেন, এবার অ্যাকশান শুরু হয়ে যাক।   ডোন্ট ফরগেট টু গিভ থাম্বস আপ, ইফ ইউ লাভ মাই কনটেন্ট ।   
Source : http://genesisblogs.com/tutorial-2/18154

Share this

Related Posts

Previous
Next Post »