বাংলাদেশের সেরা ৪ টি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কোম্পানি

বর্তমান সময়ে ইন্টারনেট মার্কেটিংএ বেশ এগিয়ে গেছে বাংলাদেশ। আপনার বেক্তিগত কিংবা বিজনেস এর জন্য যে ওয়েবসাইট আছে সেটাকে এখন মার্কেটিং করার জন্য  বাইরের কারো কাছে যেতে হবে না যদি আপনি বাংলাদেশি ভালো কোন এসইও কোম্পানি দিয়ে কাজ টি করান। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলতে আমরা জানি কোন ওয়েবসাইটের  ভিজিটর আনার জন্য যে সকল সার্চ ইঞ্জিন এ নিদিষ্ট কি ওয়ার্ড দিয়ে সার্চ রেজাল্টে রাঙ্ক করানো হয় সেটাই হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। তো চলুন এরকম ই বাংলাদেশি ৪ টি স্বনামধন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কোম্পানির সাথে পরিচয় হই
১। এম্পারটেকঃ 
এম্পারটেক বাংলাদেশের একটি টপ লেবেলের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কোম্পানি এখানে আপনি আপনার ওয়েবসাইটি তাদের দিয়ে অনেক ভালো ভাবে মার্কেটিং করতে পারবেন এবং খুব অল্প সময়ে আপনার কাঙ্খিত ফলাফল পাবেন। এম্পারটেক বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুই ভাবে তারা সার্ভিস প্রদান করে থাকে। এম্পারটেক সব সময় তাদের ক্লায়েন্ট এর কথা বিবেচনা করে কাজ করে। দীর্ঘ ৫ বছরের অভিজ্ঞতা এবং ভালো দক্ষ লোক দিয়ে এম্পারটেক কাজ করিয়ে থাকে। তাহলে আপনি যদি চান তাহলে এম্পারটেক এর টিম কিংবা কোম্পানি দিয়ে আপনার ওয়েবসাইট এর মার্কেটিং এর কাজ করাতে পারেন।
২। ন্যানো আইটি ওয়ার্ল্ডঃ
এখন যে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কোম্পানিটির সাথে আমরা পরিচয় হব সেটা হলো ন্যানো আইটি ওয়ার্ল্ড। ন্যানো আইটি ওয়ার্ল্ড বাংলাদেশের একটি অনেক বড় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কোম্পানি। এরা আপনার কাজটি খুব গুরুত দিয়ে করে ,সঠিক সময়ে আপনার কাজ ডেলিভারি দিয়ে থাকে এবং আপনার ওয়েবসাইট এ কাংখিত সার্চ ইঞ্জিন ভিজিটর আনতে পারে। ন্যানো আইটি ওয়ার্ল্ড আপনার সামর্থ্য এর ভিতর খুব চিপ রেটে কাজ করে।
Corporate Office 
Rowshan Tower 152/2, A-2,
 4th Floor Left. Green Road Panthapath(Signal)
Dhaka-1250. 
d01715-14 74 25 ,01911-501 888

[10AM to 8PM]
Nikunja Office:
House No - 13, Flat - 201,
Road No - 10, Nikunja - 2,
Khilkhet, Dhaka-1229, Bangladesh Mobile :  
0175 66 99 099, 01715-14 74 25, 01911-501 888




৩। আইটিবিজ বিডিঃ
বাংলাদেশ এর সেরা এসইও সার্ভিস কোম্পানির ভিতর আইটিবিজ বিডি একটি অন্যতম নাম। এখানে এরা প্রদান করে হাই লেবেলের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সার্ভিস। একদল অভিজ্ঞ লোক দিয়ে এখানে এরা কাজ করে থাকে এবং আপনার কাংখিত কিওয়ার্ড এর  সার্চ ইঞ্জিন রেজাল্ট খুব অল্প সময়ে পেয়ে থাকবেন। আইটিবিজ বিডিঃ আপনার ওয়েবসাইট এর সকল মার্কেটিং খুব প্লান অনুযায়ী করে থাকে আশা করি আইটিবিজ বিডি থেকে আপনি আপনার ওয়েব এর মার্কেটিংর কাজ করান তাহলে খুব ভাল রেজাল্ট পাবেন
৪। মার্কেটএভার বিডিঃ
মার্কেট এভার বাংলাদেশের একটি নতুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই কোম্পানিটি খুব অল্প সময়ে বাংলাদেশ এর টপ লেবেলের মার্কেটিং কোম্পানিতে পরিনত হয়েছে। এখানে আপনি আপনার ওয়েব সাইটের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করাতে পারেন খুব ভালো ভাবে। এদের আছে একদল অভিজ্ঞ ব্যক্তি যারা আপনার কাজটি নিজের মনের মত করে থাকে।
তো বন্ধুরা আশা করি বাংলাদেশের যে কয়টি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কোম্পানির সাথে আমরা পরিচয় হলাম এতে করে আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকবেন
ধন্যবাদ

 

Share this

Related Posts

Previous
Next Post »